পুজোয় নতুন জুটি ঋতব্রত-অঙ্গনা, মুক্তি পেল অনুপম রায়ের অ্যালবাম ‘গা ছুঁয়ে বলছি’
দুর্গা পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাত জেগে ঠাকুর দেখা, আড্ডা, হই-হুল্লোড় সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। পুজো মানেই প্রেম আর বাঙালির কাছে বিনোদনের অন্য ভালোবাসা গান। এ বছরের পুজোতেও তার অন্যথা হচ্ছে না। মুক্তি পেয়েছে অনুপম রায়ের পুজোর বিশেষ গান, ‘গা ছুঁয়ে বলছি’।
অনুপম রায়ের নতুন অ্যালবামে পুজোর গন্ধের পাশাপাশি থাকবে কিশোর বয়সী প্রেমের ছোঁয়াও। এই মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় এবং অঙ্গনা রায়। অনেক বছর আগেই এই গান লিখেছিলেন গায়ক। সৃজিত মুখোপাধ্যায়ের কোনও এক ছবিতে এই গানটি থাকার কথা ছিল। তবে সেই সময় হয়ে ওঠেনি। তাই পুজোর গান হিসেবেই ‘গা ছুঁয়ে বলছি’-কে প্রকাশ্যে আনলেন অনুপম। আরও পড়ুন: বাবা-মা, বোন নুপূরের সঙ্গে ফ্রান্সে কৃতি, নায়িকার বিদেশ ট্রিপের অদেখা ছবি
এই অ্যালবামে অন্য স্বাদের অনুপমকে খুঁজে পাবেন শ্রোতারা। অন্যদিকে, রাজ্য-রাজনীতি উত্তাল ‘ডোন্ট চাট মি’ শব্দে। একই দিনে মুক্তি পেয়েছে অনুপম রায়ের ‘গা ছুঁয়ে বলছি’। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে গায়ক বলেছেন, ‘বিষয়টি সত্যি খুবই কাকতালীয়ভাবে ঘটেছে। আমার বন্ধুবান্ধব সকলে ফোন করে একই কথা জিজ্ঞাসা করছে, তাই মজাও লাগছে। আসলে যখনই কোনও রাজনৈতিক বা আর্থ-সামাজিক টানাপড়েন চলে তখন শিল্পই বিষয়টির উপর প্রলেপ দেয়। আমার গানটি এই ক্রাইসিসে সকলকে ভেদাভেদ ভুলে নির্ভেজাল আনন্দ দেবে এমনটাই আমার আশা।’ সারেগামা ইউটিউ চ্যানেল থেকে মুক্তি পেয়েছে অনুপমের এই অ্যালবাম।
For all the latest entertainment News Click Here