পড়েছেন মাত্র ১২ ক্লাস, কেবিসি ১৪-তে প্রথম ১ কোটি জিতলেন হাউজওয়াইফ কবিতা
১ মাস কাটার পরে মিলল কৌন বনেগা ক্রড়োরপতি-র ১৪ নম্বর সিজনের প্রথম কোটিপতি। মহারাষ্ট্রের কোলহাপুরের হাউজ ওয়াইফ কবিতা চাওলা হলেন এই বছরের প্রথম কোটিপতি। এখনও হটসিটে কবিতা। খেলবেন ৭.৫ কোটির প্রশ্নও। শনিবার সোনি টিভি একটি প্রোমো রিলিজ করেন সোশ্যালে। যেখানে দেখা মিলল অমিতাভের বিপরীতে হট সিটে বসে থাকা এই মহিলাকে। রিপোর্ট বলছে মাত্র ১২ ক্লাস অবধিই তিনি পড়াশোনা করেছেন।
কেবিসি-র এই প্রোমোর ক্যাপশনে সোনির পক্ষ থেকে লেখা হল, ‘হাউজ ওয়াইফ কবিতা চাওলাজি জিতে নিলেন ১ কোটি। কেবিসি ১৪তে গড়লেন নতুন ইতিহাস। দেখুন এই সোম আর মঙ্গলবার রাত ৯টায়।’ প্রোমোতে দেখা যাচ্ছে ১ কোটির উত্তর সঠিক দেওয়ার পরেই উৎসবের মেজাজে কবিতা। তবে ৭.৫ কোটির প্রশ্ন আসতেই ফের ফোকাস করেন খেলায়।
টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকারে কবিতা জানালেন, ‘ওই অবধি পৌঁছতে পেরেছি এতেই আমি অত্যাধিক আনন্দ পেয়েছি। আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে এবারের সিজনে আমিই প্রথম পেলাম ১ কোটি। ৭.৫ কোটির প্রশ্ন নিয়ে একটু চিন্তায় আছি। এখন আবার বাবা আর ছেলে আছে আমার সঙ্গে মুম্বইতে। পরিবারের কেউ জানে না এখনও ১ কোটি জেতার কথা। আমি চাই ওরা এপিসোডটা দেখুক আর সারপ্রাইজ পাক।’
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মাত্র দ্বাদশ শ্রেণি অবধি লেখাপড়া করেছেন কবিতা। তবে নতুন নতুন তথ্য জানার ও পড়ার শখ তাঁর বরাবরের। সঙ্গে ক্রড়োরপতিতে আসা তাঁর বরাবরের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নই পূরণ হয়েছে। কবিতার কথায়, ‘সেই ২০০০ সাল থেকে আমি কেবিসি-তে ভাগ নিতে চাইছিলাম। গত বছরেও আমি শো-তে এসেছিলাম। তবে শুধু ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড অবধিই পৌঁছতে পারি। এই বছর এতদূর পৌঁছে আমি আমার স্বপ্ন পূরণ করলাম। যখনই আমি আমার ছেলেকে পড়াতে বসতাম, নিজেও শিখতাম।’
For all the latest entertainment News Click Here