Asia Cup: কেন হারল পাকিস্তান? জবাব দিতে গিয়ে শ্রীলঙ্কার গুণগান গাইলেন রিজওয়ান
বাগে পেয়েও কেন শ্রীলঙ্কাকে হারাতে পারল না পাকিস্তান? এশিয়া কাপের ফাইনালের শেষে মহম্মদ রিজওয়ানের কাছে সরাসরি কারণ জানতে চাওয়া হয়। জবাবে পাক তারকা নিজেদের ভুলের কথা মেনে নিলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন বেশি। সব শুনে মনে হওয়াই স্বাভাবিক যে শ্রীলঙ্কার পারফর্ম্যান্সকে সামনে রেখে নিজেরা পিছনে লুকোতে চাইলেন রিজওয়ান।
স্টার স্পোর্টসের আলোচনায় রিজওয়ান বলেন, ‘শ্রীলঙ্কা চ্যাম্পিয়নের মতোই খেলেছে। ওরা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ভুল করেছি। আমরাও তো মানুষ। মানুষ মাত্রই ভুল হয়। শ্রীলঙ্কা সেই ভুলের সুযোগ নিয়েছে। যে মোমেন্টামটা তৈরি করতে পেরেছিল ওরা, সেটা বজায় রাখে। ৫৮ রানে ৫ উইকেট হারানোর পরেও বড় পার্টনারশিপ গড়ে। পরে শুরুতেই আমাদের উইকেট তুলে নেয়। আমাদের উপর চাপ তৈরি করে চ্যাম্পিয়ন হয় ওরা।’
আরও পড়ুন:- Asia Cup 2022 Final: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
টস হারা সত্ত্বেও শ্রীলঙ্কার ম্যাচ জেতা প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘চ্যাম্পিয়ন টিম যদি টসের দিকে তাকায়, তবে তারা চ্যাম্পয়ন হওয়ার যোগ্য নয়। শ্রীলঙ্কা দল সেটাই করেছে। টস আমরা জিতেছি, তবে ওরা চ্যাম্পিয়নের মতো খেলেছে।’
আরও পড়ুন:- Asia Cup 2022: বিশ্বকাপে নিশ্চিত নয়, সেই শ্রীলঙ্কা জিতল এশিয়া কাপ, হামাগুড়ি মূলপর্বের ৪ দলের
উল্লেখ্য, শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একসময় ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে তারা ৬ উইকেটে ১৭০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অন্যদিকে ১৫ ওভার পর্যন্ত পাকিস্তানের হাতে ৭ উইকেট অবশিষ্ট ছিল। সেখান থেকে তারা অল-আউট হয়ে যায় ১৪৭ রানে। ২৩ রানে ম্য়াচ জিতে শ্রীলঙ্কা শেষমেশ এশিয়া কাপ ২০২২-এর খেতাব হাতে তোলে।
For all the latest Sports News Click Here