পাকিস্তানে ওর মতো কোনও খেলোয়াড় নেই, কার জন্য এগিয়ে ভারত, জানালেন প্রাক্তন তারকা
এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাতে ভারতের শক্তি কতটা কমেছে, তা নিয়ে চর্চা চলছে বিস্তর। ঋষভ পন্ত কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাবেন, এই প্রসঙ্গেও বিস্তর শব্দ খরচ করছেন বিশেষজ্ঞরা। তবে পাকিস্তানের প্রাক্তন তারকা আকিব জাভেদ অন্য কাউকে নিয়ে বিশেষ মাথা ঘামাতে চাইলেন না। বরং তাঁর দাবি, ভারতীয় দলের একজন ক্রিকেটারই ম্যাচে দু’দলের মধ্যে তফাৎ গড়ে দিতে পারেন। তিনি এও দাবি করেন যে, ভারতের সেই তারকার মতো কোনও ক্রিকেটার ভারতের লহাত নেই।
জাভেদের ইঙ্গিত এক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার দিকে, যাঁকে হংকং ম্যাচে বিশ্রাম দেয় ভারত। পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন এবং ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন। এবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে তারকা অল-রাউন্ডাকে নিশ্চিতভাবেই প্রথম একাদশে ফেরাবে টিম ইন্ডিয়া।
Geo Super-এর সঙ্গে আলোচনায় আকিব এপ্রসঙ্গে বলেন, ‘ভারতের সব থেকে বড় সুবিধা হল, ওদের কাছে হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের হাতে হার্দিকের মতো কোনও অল-রাউন্ডার নেই। আব্দুল রাজ্জাক আমাদের জন্য যেটা করত, ভারতের পারফর্ম্যান্সে ও তেমনটাই প্রভাব ফেলে।’
তিনি আরও যোগ করেন, ‘সুতরাং, পাকিস্তান যদি টি-২০ ক্রিকেটে উন্নতি করতে চায়, তবে খুব তাড়াতাড়ি পান্ডিয়ার মতো অল-রাউন্ডার খুঁজে বার করতে হবে। কেননা টি-২০ মানেই, তোমার হাতে কতজন অল-রাউন্ডার রয়েছে, তার উপর নির্ভর করবে তোমার সাফল্য। ভারতের হাতে যেমন জাদেজা ও পান্ডিয়া রয়েছে। এটাই ভারতকে এগিয়ে রাখে এবং পাকিস্তানের এটাই বড় খামতি।’
For all the latest Sports News Click Here