Asia Cup: মুজিব-রশিদের ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ, এশিয়া কাপে ২য় জয় আফগানদের
শুভব্রত মুখার্জি: এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে কার্যত সকলকে চমকে দিয়েছিল আফগানিস্তান দল। তাদের দ্বিতীয় ম্যাচে এর অন্যথা হল না। আজ মুজিব-রশিদদের ঘূর্ণিতে বিপর্যস্ত হল টাইগাররা। ফলে চলতি এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নক আউট পর্যায় কার্যত নিশ্চিত করে ফেলল মহম্মদ নবির নেতৃত্বাধীন আফগান দল।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরশাহিতে এদিন শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করতে সমর্থ হয় শাকিব আল হাসানের দল। এদিন শুরুতেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার। ফলে চাপে পড়ে যায় টাইগাররা। দলীয় ৭ রানে মুজিবুর রহমানের বলে বোল্ড হন নঈম শেখ (৬ রান)। এরপর দলীয় ১৩ রানে এনামুল হক বিজয়কে (৫ রান) এলবিডব্লিউ আউট করেন মুজিব। ৯ বলে ১১ রান করা অধিনায়ক শাকিবকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন মুজিব।
এরপর মুশফিকুর রহিমকে (১) আউট করেন রশিদ খান। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন নাভিশ্বাস উঠেছে বাংলাদেশ দলের। ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহ জুটি। ২৫ রানে জুটি গড়েন আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ। দলীয় ৫৩ রানে আফিফকে(১২) এলবিডব্লিউ করেন রশিদ। ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। রিয়াদ ২৫ রান করে আউট হন। মোসাদ্দেক ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ও রশিদ খান তিনটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ওপেনার গুরবাজকে ১১ রানে হারায় আফগান দল। দলীয় ৪৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। হজরতউল্লাই জাজাই ২৬ বলে ২৩ রান করে আউট মোসাদ্দেক হোসেনের বলে। পরবর্তীতে ব্যাট করতে নেমে অধিনায়ক মহম্মদ নবি ও দীর্ঘক্ষন উইকেটে টেকেননি। মাত্র ৯বলে ৮ রান করে সইফউদ্দিনের বলে আউট হন তিনি। ৬২ রানে তিন উইকেট পরে যাওয়ার পরে ইব্রাহিম জাদরান এবং নাজিবুল্লাহ জাদরান দলের ব্যাটিংয়ের হাল ধরেন। টাইগার বোলারদের কাউন্টার অ্যাটাক শুরু করেন নাজিবুল্লাহ। তার আক্রমণাত্মক ক্রিকেটে দিশেহারা হয়ে যায় টাইগার বোলাররা। মাত্র ১৭ বলে ৪৩ রানের একটি মারকাটারি অপরাজিত ইনিংস খেলেন তিনি। অপরদিকে তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৪১ বলে ৪২ রানে অপরাজিত থেকে যান ইব্রাহিম। মুস্তাফিজুর রহমান, সইফউদ্দিনদের এদিন খুব সাধারণ মানের মনে হয়েছে। ফলে নয় বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে নিয়ে সহজ জয় নিশ্চিত করে আফগানরা।
For all the latest Sports News Click Here