ভারতের বিরুদ্ধে হারের পর হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারের মুখে পড়তে হয়েছিল। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শক্তিশালী খেলা দেখিয়েছিলেন। টিম ইন্ডিয়ার সাফল্যের পিছনে ছিল হার্দিকের বড় হাত। পান্ডিয়া বল ও ব্যাট দুই হাতেই বিস্ময় দেখিয়েছেন। প্র়থমে বোলিং করার সময় তিনি পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে আউট করেছিলেন হার্দিক। এবং তারপর তার ব্যাট হাতে দেখিয়েছেন চমক। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে দলকে জয়ী করেন তিনি। এই ইনিংসের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও হার্দিক পান্ডিয়ার ভক্ত হয়ে গেছেন।
এদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৩ রান করেছিলেন। তাঁর অলরাউন্ডার খেলার ভিত্তিতে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তিনি পাকিস্তানের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আউট করেছিলেন, যার মধ্যে ছিলেন মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহের উইকেট। ম্যাচের পর পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে পান্ডিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এই খেলোয়াড়ের প্রশংসা করেছেন।
আরও পড়ুন… KKR-এর অফিসে সই পর্ব সারলেন নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, CEO- দিলেন বিশেষ উপহার
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের স্বাধীন সাংবাদিক সুবিমল কুমার যখন বাবর আজমকে পান্ডিয়ার বিষয়ে প্রশ্ন করেন,তখন বাবর পান্ডিয়ার প্রশংসা করেন। বাবরকে প্রশ্ন করা হয়েছিল, ‘যখন হার্দিক পান্ডিয়ার মতো একজন খেলোয়াড় টি-টোয়েন্টি ক্রিকেটে ফিট এবং ভালো থাকে,তখন কি বড় পার্থক্য হয়?তাতে কি ভারতের বড় সুবিধা হয়েছে?’ এই প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘অবশ্যই সে ভালো বোলিং করেছে এবং খুব ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি সে খুব ভালো অলরাউন্ডার। আজ সে যেভাবে শেষ করেছে তা খুবই ভালো ছিল।’
আরও পড়ুন… স্টার নয়, টিভি-তে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত ICC ট্রফিগুলি হবে ZEE-র পর্দায়
শুধু বাবরই নন,পাণ্ডিয়ার প্রশংসা করেছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আক্রমও। স্টার স্পোর্টসে আলাপকালে আক্রম বলেন, ‘আমার মনে হয় সে জানে যে সে এখন বিশ্বের সেরা অলরাউন্ডার। এভাবেই সে কাজ করে। তার মানসিকতা একই। তিনি ১৪০ কিলোমিটার বেগে বল করছেন। যখন বোলিংয়ের কথা আসে,তিনি জানেন যে সে তিনটি ফর্ম্যাটেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমি যেমন বলেছি,তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার।’
For all the latest Sports News Click Here