কেরিয়ারের অন্তিম আন্তর্জাতিক ম্যাচে একাধিক নজির হাতছাড়া ব্রেন্ডন টেলরের
রবিবারই (১২ সেপ্টেম্বর) সুদীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের পরিসমাপ্তির কথা ঘোষণা করেছিলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলর। সেইমতো আয়ারল্যান্ডের বিরুদ্ধে সোমবারই ছিল তাঁর শেষ ম্যাচ। একাধিক নজির গড়ার হাতছানি থাকলেও এদিন ব্যর্থ হয়ে মাত্র সাত রানে সাজঘরে ফিরতে হয় টেলরকে।
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেরিতে শুরু হওয়ায় মাঠে নামতে খানিকটা অপেক্ষাই করতে দুদলের ক্রিকেটারদের। দুর্দান্ত অভ্যর্থনার মধ্যে দিয়ে নিজের শেশ ম্যাচে ব্য়াট করতে নামেন টেলর। এই ম্যাচেই একাধিক নজির গড়ার হাতছানি ছিল টেলরের সামনে। জিম্বাবোয়ের তারকা ব্যাটম্যান ১১০ রান করলেই দেশের সর্বকালের সর্বাধিক ওয়ান ডে রানসংগ্রাহক হয়ে যেতেন।
পাশপাশি ৬৯ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানেরও গন্ডি টপকাতে পারতেন টেলর। তবে তার আগেই যাত্র থেমে গেল তাঁর। টেলরের সাত রানের সুবাদে কিছুটা পল কলিংউডকে টপকে গিয়ে ১০ হাজার রানের গন্ডির সবথেকে কাছে গিয়ে সেই অনন্য নজির হাতছাড়া করলেন টেলর। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৩৪ বছর বয়সী টেলর শেষ করলে ৯৯৩৮ রান করে।
টেলরের পাশপাশি কলিংউড (৯৯৩৪), ইজাস আহমেদ (৯৮৭৯), ড্যামিয়ান মার্টিন (৯৮৭২), ডিন জোন্সদের (৯৬৯৯) মতো দুর্ভাগ্যজনক ক্রিকেটাররাও তালিকায় এই তালিকায় রয়েছেন। তবে জিম্বাবোয়ের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ ও সর্বাধিক ওয়ান-ডে শতরানের কেরিয়ার অত্যন্ত সফলই ছিল।
For all the latest Sports News Click Here