কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সলমন, প্রয়াত ‘সনম বেওয়াফা’ পরিচালক
ফের প্রিয়জনকে হারালো বলিউড। চলে গেলেন বর্ষীয়ান পরিচালক সাওয়ান কুমার তাক। নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন প্রয়াত পরিচালক। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে ‘সনম বেওয়াফা’, ‘সওতন’, ‘সাজান বিনা সুহাগন’-এর মতো ছবি। ফুসফুসের সমস্যা নিয়ে দিন কয়েক আগেই কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। কিন্তু শেষরক্ষা হল না। এদিন বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষমেষ না ফেরার দেশে চলে গেলেন পরিচালক।
তাঁর পরিচালিত শেষ ছবি, সলমন খান অভিনীত ‘সাওয়ান: দ্য লাভ সিজন’। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। শুধু ছবি পরিচালনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, পরিচালকের পাশাপাশি একজন চিত্রনাট্যকার, গীতিকার এবং প্রযোজক হিসাবেও হিন্দি ছবিতে নিজের অবদান রেখে গিয়েছেন সাওয়ান কুমার তাক। আরও পড়ুন-রয়েছে দু মাসের যমজ সন্তান, মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত গুজরাতি অভিনেত্রী!
সলমন খানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। প্রিয় পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ভাইজান। ‘সনম বেওয়াফা’ পরিচালকের মৃত্যুতে তিনি লেখেন, ‘শান্তিতে ঘুমিও আমার প্রিয় সাওয়ানজি। আপনাকে বরাবর খুব ভালোবেসেছি আর সম্মান করেছি’।
ষাটের দশকের শেষার্ধে বলিউডে কেরিয়ার শুরু করেন সাওয়ান কুমার তাক। সঞ্জীব কুমারের ছবি ‘নানিহাল’ প্রযোজনা করেছিলেন তিনি। পরিচালক হিসাবে তাঁর সফর শুরু ‘গোমতি কে কিনারে’ (১৯৭২) ছবির সঙ্গে। আরও পড়ুন-বিমানের ইঞ্জিনে আগুন! মেয়ের চিন্তায় জ্ঞান হারানোর জোগাড় মাহির, ভয়ঙ্কর অভিজ্ঞতা
সঙ্গীত পরিচালক উষা খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক, যদিও সম্পর্ক টেকেনি। পরবর্তীতে অভিনেত্রী রাধা বারটেকের সঙ্গে বাগদান হয়েছিল, তবে সেই সম্পর্কও ভেঙে যায়। পরিচালকের ভাইপো নবীন তাক কাকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
For all the latest entertainment News Click Here