Asia Cup: সকলকে টেক্কা দিয়ে ভারত-পাকিস্তানের মুখোমুখি হংকং, দেখে নিন পুরো সূচি
২০২২ এশিয়া কাপ কোয়ালিফায়ারের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নিল হংকং। ভারত এবং পাকিস্তানের গ্রুপ এ-তে তাকা জায়গা করে নিয়েছে। এই দলের যোগ্যতা অর্জনের সঙ্গে সঙ্গে ২৭ অগস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের সূচি পরিষ্কার হয়ে গিয়েছে। হংকং তাদের প্রথম ম্যাচটি ৩১ অগস্ট ভারতের বিপক্ষে খেলবে, যেখানে পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি ২ সেপ্টেম্বর।
আরও পড়ুন: Asia Cup-ভারত-পাক মহারণের আগেই মুখোমুখি কোহলি-বাবর! সামনে এল ভিডিয়ো
হংকং ছাড়াও বাছাই পর্বে ছিল সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর এবং কুয়েত। অনেকেই অনুমান করেছিলেন, এই ৪ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরব আমিরশাহিই হয়তো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেবে। কিন্তু সেটা ঘটেনি। তারা মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে।
আরও পড়ুন: Asia Cup-করোনা কাঁটায় অনিশ্চিত দ্রাবিড়, আপাতত কোচিং করবেন লক্ষ্মণ
কোয়ালিফায়ার রাউন্ডের তিনটি ম্যাচ জিতেই গ্রুপ এ-তে জায়গা করে নিয়েছে হংকং। তারা বাছাই পর্বে কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি এবং সিঙ্গাপুরকে হারিয়েছে। শেষ ম্যাচে হংকং সংযুক্ত আরব আমিরাহির বিপক্ষে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচটি হারলে কুয়েত নেট রান রেটের ভিত্তিতে যোগ্যতা অর্জন করত।
২০২২ এশিয়া কাপের দুই গ্রুপ-
গ্রুপ এ- ভারত, পাকিস্তান, হংকং
গ্রুপ বি- শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তান
২০২২ এশিয়া কাপ সময়সূচি-
২৭ অগস্ট – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ অগস্ট – ভারত বনাম পাকিস্তান
৩০ অগস্ট – বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ অগস্ট – ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং
গ্রুপ পর্বের পরে, সুপার চার খেলা হবে। যেখানে উভয় গ্রুপের পয়েন্ট টেবলের ২ শীর্ষে থাকা দল যোগ্যতা অর্জন করবে। এই পর্যায়ে একটি দল রাউন্ড রবিন ভিত্তিতে অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে।
সুপার চারের সময়সূচি-
৩ সেপ্টেম্বর – B1 বনাম B2
৪ সেপ্টেম্বর – A1 বনাম A2
৬ সেপ্টেম্বর – A1 বনাম B1
৭ সেপ্টেম্বর – A2 বনাম B2
৯ সেপ্টেম্বর – A1 বনাম B2
৯ সেপ্টেম্বর – B1 বনাম A2
সুপার চার পর্ব শেষ হওয়ার পর, পয়েন্ট টেবিলের শীর্ষে ২টি দল ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি ১১ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
For all the latest Sports News Click Here