Mithai: টিভিতে নিজেকে ‘হওয়া হাওয়াই’তে নাচতে দেখেই নেচে ফেললেন ‘মিঠাই’ সৌমতৃষা!
আপাতত জি বাংলার জনপ্রিয় ধারাবহিক মিঠাই-য়ে চলছে ভোল বদলের গল্প। শ্রীতমা আর রাহুলের বিয়ে বাঁচাতে নিজেদের এক্কেবারে বদলে ফেলেছে টিম মিঠাই। কে কে রয়েছে সেখানে? মিঠাই আর মিঠাইয়ের উচ্ছেবাবু ছাড়াও রয়েছে সিদ্ধার্থর দিদি আর জামাইবাবু।
খুব শীঘ্রই দেখা যাবে রেস্তোরাঁয় যাবে শ্রীতমা আর রাহুল। আর সেখানে ভোল পালটে হাজির হবে মিঠাই অ্যান্ড গ্রুপ। আর সেখানেই ‘হাওয়া হাওয়াই’-তে নাচ করবে মিঠাই-সিদ্ধার্থ। ধীরে ধীরে মিঠাইয়কে মন দিচ্ছে সিদ্ধার্থ! অন্তত ধারাবাহিকের গল্পতো তেমনটাই ইঙ্গিত করছে। প্রেম থাকুক আর না থাকুক, মিঠাইয়ের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্কে বাধা পড়ছে সে।
‘মিঠাই’ দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন সৌমতৃষা কুণ্ডু। তবে শুধু পরদায় নয়, সোশ্যাল মিডিয়াতেও সকলের মন কেড়ে নেওয়ার কোনও সুযোগ ছাড়েন না সৌমতৃষা। সম্প্রতি একটি রিল ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এডিটিং রুমে বলেই মিঠাই আর সিদ্ধার্থকে রেস্তোঁরায় হাওয়া-হাওয়াইতে নাচতে দেখে নাচ করে যাচ্ছেন অভিনেত্রী। ক্রপ টপ, জিন্স, খোলা চুলে বাস্তবের মিঠাইয়ের থেকে এক্কেবারে আলাদাভাবে ক্যামেরার সামনে এসেছেন সৌমি।
‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন। তারপর ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’-এর মতো ধারাবাহিকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। তারপর তাঁকে দেখা যায় ‘কনে বউ’ ধারাবাহিকের প্রধান চরিত্রে। কিন্তু সেই ধারাবাহিক শেষ না হতেই তিনি সুযোগ পেয়ে যান ‘মিঠাই’-এ মূল চরিত্রে অভিনয়ের। আপাতত বাঙালি দর্শকের নয়নের মণি সে!
For all the latest entertainment News Click Here