Asia Cup-এ সব থেকে সফল ভারত, পাকিস্তানের থেকেও এগিয়ে শ্রীলঙ্কা, পিছিয়ে বাংলাদেশ
সীমিত ওভারের টুর্নামেন্ট হলেও এশিয়া কাপের ফর্ম্যাট বদলায় পরিস্থিতি অনুযায়ী। সামনে টি-২০ বিশ্বকাপ থাকলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত ফর্ম্যাটে। নাহলে শুরু থেকে এশিয়া কাপে খেলা হয় ৫০ ওভারের ক্রিকেট।
দীর্ঘ চার বছর পরে এবার আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। এবার টুর্নামেন্ট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। এশিয়া কাপ শুরুর আগে দেখে নেওয়া যাক কোন দল কতটা সফল টুর্নামেন্টে।
ভারত: এশিয়া কাপে সব থেকে সফল দল হল ভারত। এখনও পর্যন্ত মোট ৭ বার এশিয়া কাপের খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মারা। ১৯৮৪-র উদ্বোধনী মরশুমেই ভারত ক্রিকেটে এশিয়ার সেরা হয়। তার পর থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে।
এছাড়া টিম ইন্ডিয়া এশিয়া কাপে রানার্স হয়েছে ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে। ভারত তিনটি ফাইনালেই হেরেছে শ্রীলঙ্কার কাছে। তারা ৭টি খেতাবের মধ্যে ৫ বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শেষ ২ বার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে কখনও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি।
আরও পড়ুন:- India vs Pakistan: এশিয়া কাপের ভারত-পাকিস্তান লড়াইয়ে কারা জিতবে, রাখঢাক না করে ভবিষ্যদ্বাণী করলেন পন্টিং, ভিডিয়ো
শ্রীলঙ্কা: ভারতের পরে এশিয়া কাপে সব থেকে বেশি সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। তারা মোট ৫ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। দ্বীপরাষ্ট্র খেতাব জিতেছে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে। এছাড়া ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে মোট ৬ বার তারা রানার্স হয়েছে। সুতরাং, সব থেকে বেশি ১১ বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
পাকিস্তান: এশিয়া কাপে মোটে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ২০০০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে পাকিস্তান। পরে ২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে খেতাব জেতে পাকিস্তান। এছাড়া ১৯৮৬ ও ২০১৪ সালে ফাইনালে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।
আরও পড়ুন:- Asia Cup 2022: রোহিত-কোহলি নয়, হার্দিককে ভয় পাচ্ছে পাকিস্তান, বোঝা গেল বিশ্বকাপজয়ী পাক পেসারের কথায়
বাংলাদেশ: এশিয়া কাপে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে তাদের সেরা প্রাপ্তি বলতে তিনবার ফাইনালে ওঠা। বাংলাদেশ ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে ওঠে। তবে তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। বাংলাদেশ প্রথমবার ফাইনালে হারে পাকিস্তানের কাছে। শেষ ২ বার তারা হার মানে টিম ইন্ডিয়ার কাছে।
For all the latest Sports News Click Here