আর্থিক সংকটের কারণে আদনানের ভিডিয়োতে কাজ করেছিলেন অমিশা? সত্যিটা ফাঁস করলেন গায়ক
১৫ অগস্ট, ৫২ বছরে পা দিলেন গায়ক আদনান সামি। পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় সঙ্গীতশিল্পী তিনি। দেশের সবচেয়ে সুপরিচিত গায়কদের মধ্যে একজন আদনান। ২০০০ সালের গোড়ার দিকে নিজের মিউজিক ভিডিয়োর বলিউডে নিজের নাম তৈরি করেছেন।
রানি মুখোপাধ্যায়, গোবিন্দা, অমিতাভ বচ্চন এবং বলিউডের একাধিক জনপ্রিয় তারকারা তাঁর সঙ্গে মিউজিক ভিডিয়োতে কাজ করেছে। গায়কের একটি ভিডিয়োতে অমিশা প্যাটেলও অভিনয় করেছেন। হৃতিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’-তে আত্মপ্রকাশের প্রায় তিন বছর পর ২০০২ সালে ‘ও মেরি জান’-এর ভিডিয়োতে অভিনয় করেছিলেন অমিশা। ২০০৩ সালে কেরিয়ারে মন্দার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী? অনেকেই মনে করেন, এই কারণে আদনান সামির মিউডিক ভিডিয়োতে কাজ করেছিলেন তিনি।
আরও পড়ুন: স্বাধীনতার বিশেষ পর্বে খুদে নেতাজি, গান্ধীজিরা!অবাক কবিতা কৃষ্ণমূর্তি
আদনান এক সাক্ষাৎকারে অমিশা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘ও আমার খুব কাছের বন্ধু। ও আমার ভিডিয়োয় কাজ করার জন্য একটা টাকাও নেয়নি। গুজব চাউর হয়েছিল, ও মিউজিক অ্যালবামটি করেছিল কারণ ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এটা সত্যি নয়। আসলে আমার পরিচিত সব অভিনেতাই বন্ধুত্বের কারণে বিনা পরিশ্রমিকে কাজ করেছেন। তারা পেশাগতভাবে এটি করেনি। আমার থেকে কোনও চার্জ নেননি। ওঁরা জানে ভিডিয়োর সীমাবদ্ধতা আছে। বাজেট খুবই কম। আমি তাঁদের কাছে অনেক কৃতজ্ঞ। আমিশার সঙ্গে কাজ করাটা বেশ মজার ছিল। ও অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভাসম্পন্ন।’ ২০০৪ সালে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন আদনান।
আরও পড়ুন: Ushasie Chakraborty: যোগায় মগ্ন ‘জুন আন্টি’ ঊষসী, জানেন ‘ভূমাসন’-এর উপকারিতা কী?
‘লিফ্ট কারাদে’ ছবিতে গোবিন্দার দেরি করে সেটে পৌঁছানোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আদনান বলেন, ‘প্রথম যে অভিনেতার সঙ্গে কাজ করেছি, তিনি ছিলেন গোবিন্দা। তিনি অবাক করার মতো ব্যক্তিত্ব, খুব উদার এবং ভালোবাসায় পূর্ণ। লোকেরা আমাকে ধারণা দিয়েছিল যে সে দেরিতে আসে, কিন্তু আমি সেরকম কিছু অনুভব করিনি। শ্যুটিংয়ের আগে আমরা কিছুক্ষণ অনুশীলন করেছি। ওঁ রুমে হেঁটে প্রবেশের সময় থেকেই আমাদের মধ্যে দুর্দান্ত রসায়ন তৈরি হয়েছিল! সেখানে ভিড় করেছিল লোকে, সবাই খুব উচ্ছ্বসিত ছিল; কাজ হয়েছিল! তিনি পরামর্শ দিয়েছিলেন, খুব বেশি মহড়া করতে হবে না। তাহলে জিনিসটা যান্ত্রিকে পরিণত হবে।’
২০০০ সালে যখন তিনি বলিউডে কাজ করছিলেন তখন একজন পাকিস্তানি নাগরিক ছিলেন আদনান। ২০১৫ সালে তিনি ভারতের নাগরিকত্ব পান।
For all the latest entertainment News Click Here