ভিডিয়ো- মুম্বই ছাড়ার প্রস্তুতি, গোয়ায় নেট সেশন শুরু করে দিলেন জুনিয়র তেন্ডুলকর
কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর মুম্বই দল ছাড়তে চলেছেন বলে খবরটা কিছু দিন ধরে শোনা যাচ্ছি। এবং তিনি যে আগামী ঘরোয়া মরশুমে গোয়ার হয়ে খেলতে পারেন, এমন সম্ভাবনাও প্রবল। এই বাঁ-হাতি ফাস্ট বোলার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। যদিও একটিও ম্যাচ খেলেননি। তিনি ২০২-২১ সালে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা এবং পুদুচেরির বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছিলেন।
আরও পড়ুন: মুম্বই ছাড়ছেন সচিন পুত্র, স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে চাইলেন ছাড়পত্র
জানা গিয়েছে যে, জুনিয়র তেন্ডুলকর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন। এমন কী তিনি গোয়ায় নেট সেশনও শুরু করে দিয়েছেন। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরালও হয়েছে।
অর্জুন ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ ছিলেন। টুর্নামেন্টের আগে মেগা নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তবে গোটা আইপিএল মরশুমে মুম্বইয়ের একাদশে সুযোগ পাননি অর্জুন।
এতে হতাশ হয়ে পড়েছিলেন সচিন পুত্র। সে সময়ে সিনিয়র তেন্ডুলকর একটি ইউটিউব ভিডিয়োর মাধ্যমে তাঁর ছেলেকে একটি বার্তা দিয়েছিলেন। যেখানে সচিন বলেছিলেন, ‘ওর (অর্জুন) খেলার দিকে মনোনিবেশ করা উচিত এবং দলে সুযোগ পাচ্ছে কিনা, তা নিয়ে চিন্তা করা উচিত নয়। আমি বাছাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই, আমি সেটি শুধুমাত্র ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিচ্ছি।’
আরও পড়ুন: একটা সচিন কি কম ছিল যে আরও একটা এল! ভারতের এই ব্যাটারকে ভয় পেতেন ব্রেট লি
এদিকে, গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুরজ লটলিকার বলেছেন, ‘আমরা বাঁ-হাতি বোলিং প্রতিভা খুঁজছি এবং একাধিক দক্ষতা রয়েছে, এমন মিডল অর্ডারে খেলোয়াড়ের সন্ধানে রয়েছি। এই প্রসঙ্গে, আমরা অর্জুন তেন্ডুলকরকে গোয়া দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা প্রাক-মরশুম ট্রায়াল ম্যাচ খেলব (সাদা বল) ) এবং তিনি সেই গেমগুলিতে খেলবেন। নির্বাচকেরা তার পরে তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’
তিন মরশুম আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন অর্জুন তেন্ডুলকর। সে সময়ে তিনি মুম্বইয়ের সম্ভাব্য সীমিত ওভারের দলেও অন্তর্ভুক্ত ছিলেন। অর্জুনের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ, নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়েই এই মরশুমে মুম্বই দল থেকে বাদ পড়া। যে কারণে তিনি গোয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন।
For all the latest Sports News Click Here