LSG-এর তিন তারকা সহ ৫ ক্রিকেটারকে সই করাল ডারবান, রয়েছেন নামী ব্রিটিশ বোলারও
ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার লিগের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দল কিনেছে। আইপিএলের লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার কিনেছেন ডারবান টিম। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এর আগেও কয়েক বার টি-টোয়েন্টি লিগ করার চেষ্টা করেছিল। প্রতি বারই পরিকল্পনা ব্যর্থ হয়। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে উদ্বোধনী সংস্করণ হবে। ডারবান ফ্র্যাঞ্চাইজি আগেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল। এ বার পাঁচ জন খেলোয়াড়কেও চুক্তিবদ্ধ করেছে তারা।
আরও পড়ুন: CSK ভক্তদের জন্য বড় খবর, ‘সুপার কিংস’-এ ফিরলেন তাদের প্রিয় ফ্যাফ ডু’প্লেসি
দলগঠনের প্রক্রিয়া শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। পরের বছর অনুষ্ঠিত হবে এই লিগ। তবে বেশ আগেভাগেই প্লেয়ারদের সই করাতে শুরু করেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ডারবান যেমন এই পাঁচ জন ক্রিকেটারকে সই করাল। এই ক্রিকেটাররা হলেন-
১) কুইন্টন ডি’ কক – দক্ষিণ আফ্রিকা
২) জেসন হোল্ডার – ওয়েস্ট ইন্ডিজ
৩) কাইল মায়ের্স – ওয়েস্ট ইন্ডিজ
৪) রিস টপলি – ইংল্যান্ড
৫) প্রেনেলান সুব্রায়েন – আনক্যাপড দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের অন্তর্গত এই প্লেয়াররা বছরের পর বছর ধরে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেছেন। আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘আমি সব প্লেয়ারদের আরপিএসজি ডারবান পরিবারে স্বাগত জানাচ্ছি। এটি একটি নতুন সূচনা, আশা এবং প্রতিশ্রুতিতে পূর্ণ। আমরা আত্মবিশ্বাসী যে, প্রতিভাবান খেলোয়াড়রা দলটির উত্থানে সাহায্য করবে। এবং লড়াই করার মূল দর্শন বজায় রাখবে।’
For all the latest Sports News Click Here