প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কন্নড় গায়ক শিবমোগা সুব্বান্না প্রয়াত। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। পেশায় আইনজীবী ছিলেন। কিন্তু সঙ্গীতচর্চা ছিল তাঁর ধ্যান-জ্ঞান। কিংবদন্তি কবিদের কবিতাকে গীতিমালা বেঁধে মানুষের কাছে নিয়ে আসেন সুব্বান্না।
কন্নড় গায়ক শিবমোগা সুব্বান্না বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত চলে যান। শহরের জয়দেবা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন গায়ক। তাঁর মেয়ে এস. ভাগ্যশ্রী দ্য হিন্দু কর্ণাটকের আবাসিক সম্পাদক।
শিবমোগা সুব্বান্না জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের কবিতা পাঠ করেছিলেন এবং সেগুলিকে তাঁর নিজস্ব স্টাইলে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সুব্বান্না ছিলেন প্রথম কন্নড় ভাষার প্লেব্যাক গায়ক যিনি ১৯৭৮ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হন। ‘কাদু কুদুরে ওডি বন্দিতা’ ছবির জন্য তিনি এই পুরস্কার পান।
পেশায় একজন আইনজীবী হওয়া সত্ত্বেও গানের বোঝাপড়া ছিল খুবই ভালো। সুব্বান্না বিখ্যাত কন্নড় কবি কে ভি পুট্টাপ্পা, দা রা বেন্দ্রে এবং অন্যান্যদের কবিতার জন্য রাগ রচনা করেছিলেন। তাঁর কবিতাগুলি সাধারণের কাছে সুরেলা ভঙ্গিতে পৌঁছে দেওয়া হয়েছিল। জাতীয় পুরস্কার ছাড়াও, তাঁকে ২০০৬ সালে ‘কন্নড় কাম্পু’ পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি কুভেম্পু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন। তাঁর প্রয়ানে শোকের ছায়া বিভিন্ন
For all the latest entertainment News Click Here