হল পাচ্ছে না তথাগতর ‘ভটভটি’, গর্জে উঠলেন শ্রীলেখা, দোষ কি এসভিএফ-রাজ চক্রবর্তীর?
বাংলা সিনেমার খারাপ হাল নিয়ে বহু অভিনেতা কথা বলেছেন সম্প্রতি সময়ে। সঙ্গে আরও একটা বিষয় সকলের নজর টানছে তা হল সিনেমার হল না পাওয়া। সপ্তাহখানেক আগেই স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর ‘শ্রীমতী’-র হল কমে যাওয়া, ঠিকঠাক সময়ে শো না পাওয়া নিয়ে গর্জে উঠেছিলেন। প্রযোজক রানা সরকারকেও এই নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। এবার এই সমস্যা নিয়ে সরব হলেন শ্রীলেখা মিত্র।
মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’। ১১ অগস্ট ছবি মুক্তির। ছবি নিয়ে চর্চা অনেকদিন ধরে। গতেবাধা সিনেমার থেকে একদম আলাদা একটা বিষয় নিয়ে এসেছেন তিনি। ছবির ট্রেলারও আশাজনক লেগেছে সবার। তথাগত মঙ্গলবার তাঁর সোশ্যাল পোস্টে লেখেন, ‘এডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে সবকটা সিনেমার। এখনও অবধি কলকাতায় ভটভটি পেয়েছে মাত্র ৯ টা হল, এবং ১ টা করে শো। ভটভটি শোর অভাবে ধুঁকছে। আপনারা যারা ভটভটি দেখার অপেক্ষা করছিলেন জানি না তারা কীভাবে ভটভটি দেখবেন, কারণ অজানা কারনে হল মালিকরা ভটভটিকে শো দিচ্ছেন না অথবা শেষ মূহুর্তে ১টা করে শো দিচ্ছেন। প্রমানিত, বাংলা সিনেমা গুনগত মানের বিচারে, দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে কলকাতার হলে শো পায় না। কাল আরও বেশি করে বোঝা যাবে কীসের ওপর কলকাতার হলে শো পাওয়া নির্ধারন হয়!!! ক্ষমতার জোরে যারা বাংলা সিনেমাকে বারবার হারিয়ে দেয় তারা এবার পাছার কাপড় সামলাক।’ আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ঝড়, জামা খুলে খালি গায়ে ছবি দিলেন সলমন! এটাই ‘ভাইজান’-এর লুক
প্রসঙ্গত, ১১ অগস্ট মুক্তি পাচ্ছে আরও দুটো বাংলা সিনেমা। এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ আর ‘ধর্মযুদ্ধ’ রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার তরফে। ব্যোমকেশে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, পাওলি দাম। আর ধর্মযুদ্ধ সিনেমায় শুভশ্রী, ঋত্বিক, সোহম, পার্নো, স্বাতীলেখার মতো তারকারা। আরও পড়ুন: নেই ব্রা, ব্লাউজের হুক খুলে দিলেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া! ছবি নিয়ে উত্তেজনা
‘ভটভটি’র হল না পাওয়া নিয়ে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্রও। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি, লিখেছেন ‘তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায় অভিনীত ছবি ভটভটি হল পাচ্ছে না স্রেফ ক্ষমতার অপব্যবহারে। আমার দৃঢ় বিশ্বাস ছবিটা ভালো হয়েছে। তথার আগের কাজ তার সাক্ষবহন করে। তাবেদার আর সিন্ডিকেটের ভিড়ে ছবি যদি হল না পায় তাহলে ওই বঙ্গভূষণ-বিভূষণরা জিতে যাবে একে অপরের পিঠ চাপড়ে। আপনারাও কি তাই চান? রিপ বাংলা সিনেমা।’
প্রসঙ্গত, তথাগত মুখোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি সামলেছেন ‘ভটভটি’ পরিচালনার দায়িত্ব। ছবিতে রয়েছেন ঋষভ বসু, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মমতা শংকর, দীপঙ্কর দে, রজতাভ দত্ত ও অনির্বাণ চক্রবর্তী।
For all the latest entertainment News Click Here