একসময় জ্যাক কালিসের মতো হতে চাইতেন, মনে করিয়ে দিতেই পান্ডিয়ার প্রতিক্রিয়া দেখুন
শুরুর দিকে হার্দিক পান্ডিয়া একসময় নির্দিধায় জানাতেন যে, তিনি জ্যাক কালিসের মতো হতে চান। কালিস দক্ষিণ আফ্রিকার জন্য যেটা করেছেন, ভারতের জন্য তিনি ঠিক সেটাই করতে চান।
ভারতীয় অল-রাউন্ডার এখন এতটাই আত্মবিশ্বাসী যে, তিনি এখন ভারতের জ্যাক কালিস নয়, বরং হার্দিক পান্ডিয়া হিসেবেই আলাদা পরিচিতি তৈরি করে নিতে চান। সেই পথে পান্ডিয়া যথাযথ অগ্রসরও হচ্ছেন বলা যায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝেই পান্ডিয়াকে মনে করিয়ে দেওয়া হয় তাঁর জ্যাক কালিসের মতো হতে চাওয়ার বিষয়ে। যা শুনে হার্দিকের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ভারত বনাম বার্বাডোজ কমনওয়েলথ গেমস ক্রিকেট ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
কালিসের প্রসঙ্গ তুলে বিমল কুমার হার্দিককে জিজ্ঞাসা করেন যে, তিনি কি ভারতের হার্দিক পান্ডিয়া হতে পেরেছেন? জবাবে টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার বলেন, ‘সেটা আপনিই বলতে পারবেন। আমি কি করে বলি। আমার নামই তো হার্দিক পান্ডিয়া। তাই আলাদা করে হার্দিক হওয়ার তো দরকারই নেই।’
আরও পড়ুন:- Player Transfer: একসঙ্গে ১৩ জন ভারতীয় ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল, দেখে নিন তালিকা
কথায় কথায় হার্দিক পান্ডিয়া এও জানিয়ে দেন যে, প্রতিপক্ষ দল এই মুহূর্তে কেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে সমীহ করে। পান্ডিয়া বলেন, ‘প্রতিপক্ষ বোলাররা এখন ভাবতে বাধ্য হয়, এই ভারতীয় দল ১০ রানে ৩ উইকেট হারালেও চিন্তা করে না যে, কীভাবে ২০ ওভার ব্যাট করবে। বরং এই ভারতীয় দল এটা ভাবে, এই পরিস্থিতি থেকে কীভাবে ১৯০ রানে পৌঁছনো যাবে।’
পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়, পন্ত, পান্ডিয়া, জাদেজা, কার্তিক, হুডা- টিম ইন্ডিয়ার এমন মিডল অর্ডার ব্যাটসম্যানদের বল করতে হলে তিনি কী করতেন। জবাবে পান্ডিয়া কার্যত স্বীকার করে নেন যে, এই সব ব্যাটসম্যানদের বল করতে হলে ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই।
For all the latest Sports News Click Here