Bronze Medal For India: নিখুঁত পারফর্ম্যান্সে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন লভপ্রীত
নিখুঁত পারফর্ম্যান্স লভপ্রীত সিংয়ের। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ফের পদক জিতল ভারত। ছেলেদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন লভপ্রীত।
স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় লভপ্রীত ১৫৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৬১ কেজি ভার তোলেন। তবে স্ন্যাচে লভপ্রীত সব থেকে বেশি ভার তোলেন তৃতীয় প্রচেষ্টায়। তিনি তৃতীয় দফায় ১৬৩ কেজি ভার তোলেন।
স্ন্যাচে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকেন ভারতীয় তারকা। লভপ্রীতের মতোই ১৬৩ কেজি ভার তোলেন কানাডার পিয়ের আলেকজান্দ্রো বেসেতি। ১৬৪ কেজি ভার তুলে এক নম্বরে থাকেন সামোয়ার জ্যাক ওপেলগি।
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ভার তোলেন লভপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় আরও চার বেজি বেশি অর্থাৎ ১৮৯ কেজি ভার তোলেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ১৯২ কেজি ভার তুলে লড়াই শেষ করেন লভপ্রীত। ৬টি লিফটেই লভপ্রীত ছিলেন নিখুঁত।
আরও পড়ুন:- India Medal Tally: কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনের শেষে ১৩টি মেডেল জিতেছে ভারত, চোখ রাখুন সম্পূর্ণ তালিকায়
সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কের সেরা প্রয়াস মিলিয়ে লভপ্রীত মোট ৩৫৫ কেজি ভার তোলেন, যা ভারতীয় ভারোত্তলককে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। লভপ্রীতের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ভারত চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ৯ নম্বর পদক জেতে। সব মিলিয়ে চলতি গেমসে এটি ভারতের ১৪ নম্বর পদক।
লভপ্রীতের পারফর্ম্যান্স:-
১. স্ন্যাচের প্রথম প্রচেষ্টা: ১৫৭ কেজি
২. স্ন্যাচের দ্বিতীয় প্রচেষ্টা: ১৬১ কেজি
৩. স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টা: ১৬৩ কেজি
৪. ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টা: ১৮৫ কেজি
৫. ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রচেষ্টা: ১৮৯ কেজি
৬. ক্লিন অ্যান্ড জার্কের তৃতীয় প্রচেষ্টা: ১৯২ কেজি
এই ইভেন্টে ৩৬১ কেজি ভার তুলে সোনা জেতেন সোনা জেতেন ক্যামেরুনের জুনিয়র নিয়াবেয়েউ। ৩৫৮ কেজি ভার তুলো রুপো জেতেন জ্যাক ওপেলগি।
আরও পড়ুন:- Silver Medal For India: ভারোত্তলন থেকে পদকের বৃষ্টি, রুপো জিতলেন বিকাশ ঠাকুর
উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে এই নিয়ে মোট ৯টি পদক জিতল ভারত।
১. মেয়েদের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই চানু।
২. মেয়েদের ৫৫ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো জেতেন।
৩. ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর।
৪. ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি।
৫. ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
৬. ছেলেদের ৭৩ কেজি বিভাগে সোনা জেতেন অচিন্ত্য শিউলি।
৭. মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন হরজিন্দর কউর।
৮. ছেলেদের ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন বিকাশ ঠাকুর।
৯. ছেলেদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন লভপ্রীত সিং।
For all the latest Sports News Click Here