‘রণবীর মানসিক অসুস্থ, হলের বাইরে অ্যাম্বুলেন্স রাখুন’, শামশেরা নিয়ে টুইট KRK-এর
পুরো চার বছর পর পরদায় ফিরলেন রণবীর কাপুর। মুক্তি পেয়েছে ‘শামশেরা’। পরিচালনা করেছেন করণ মলহোত্রা। প্রযোজক আদিত্য চোপড়া। রণবীরের সঙ্গে এই ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন বাণী কাপুর। রয়েছেন সঞ্জয় দত্তও।
তবে বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারল না ছবিখানা। ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করেছেন এই সিনেমা নিয়ে। যেখানে তিনি সিনেমাকে বলেছেন ‘অসহ্য’। দিয়েছেন মাত্র অর্ধেক স্টার। এমনকী তিনি এই সিনেমাকে তুলনা করলেন আমির খানের ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর সঙ্গে।
টুইটারে এই ছবিকে একেবারে ধুইয়ে দিলেন কেআরকে। রণবীর কাপুর থেকে বাণী কাপুর, আদিত্য চোপড়া, করণ মলহোত্রা কারও সমালোচনা করার সুযোগ ছাড়লেন না।
কেআরকে বিরতির আগে টুইট করেছেন, ‘সিনেমার অর্ধেক দেখা হয়ে গিয়েছে। বাকি অর্ধেক না দেখলেও আর কোনও সমস্যা নেই। এই ছবি থেকে বোঝা যায় রণবীর কাপুর মানসিক ভাবে অসুস্থ। যে বারবার নিজের কেরিয়ার নষ্ট করে।’
ছবির নায়িকাকে নিয়ে কেআরকে লিখলেন, ‘আদি চোপড়া সবচেয়ে পাপ কাজ করেছে কোনও গুণহীন বাণী চোপড়াকে ছবির নায়িকা বানিয়ে। আর তার খেসারত সারা জীবন দিতে হবে।’
কেআরকে তাঁর আরেকটা টুইটে লেখেন, ‘বলিউডের মানুষদের যদি একটু হলেও বুদ্ধি থাকে তাহলে তাঁরা বয়কট করবে যশরাজ ফিল্মসকে। সঙ্গে উচিত সারা জীবনের জন্য ব্যান করা করণ মলহোত্রাকে। কারণ শামশেরা শুধু খারাপ ছবি নয়, বরং বলা চলে বলিউডকে নষ্ট করার ষড়যন্ত্র। নয়তো কেন এত খারাপ একটা ছবিতে আদিত্য চোপড়া ৩০০ কোটি বিনিয়োগ করবে।’
For all the latest entertainment News Click Here