ব্যাটসম্যানরা নায়ক নন, বোলারদের জন্যই ভারতের রমরমা, প্রমাণ হল এই পরিসংখ্যানেই
ফর্ম্যাট যাই হোক না কেন, ব্যাটিংই বরাবর ভারতের প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়ে এসেছে। উপমহাদেশে ভারতীয় স্পিনাররা নজর কাড়েন বটে, তবে ব্যাটসম্যানরাও ঝুড়ি ঝুড়ি রান সংগ্রহ করেন ঘরের মাঠে।
তবে সাম্প্রতিক সময়ে ছবিটা বদলেছে পুরোপুরি। টেস্ট, ওয়ান ডে বা টি-২০, ভারতীয় বোলারদের পারফর্ম্যান্স ছাপিয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের। বিশেষ করে শেষ ৬টি ওয়ান ডে ম্যাচে ভারতীয় বোলারদের যা পারফর্ম্যান্স, তাতে চোখ-কান বুজে বলা যায় যে, ভারতের সাফল্য এসেছে বোলারদের সৌজন্যেই।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে এবং ইংল্যান্ড সফরের তিনটি ওয়ান ডে ম্যাচে ভারতীয় বোলাররা শুধু কৃপণ বোলিং করেননি, উইকেটও তুলেছেন পালা করে। ৬টি ম্যাচেই প্রতিপক্ষকে অল-আউট করে ভারত। মাত্র ২ বার প্রতিপক্ষ দলকে ২০০ রানের গণ্ডি টপকাতে দিয়েছেন ভারতীয় বোলাররা।
আরও পড়ুন:- ইংল্যান্ডে T20 ও ODI সিরিজ জিতল ভারত, রবি শাস্ত্রীকে সাধুবাদ জানালেন BCCI সভাপতি সৌরভ
উল্লেখযোগ্য বিষয় হল, ৬টি ম্যাচের ৬০টি উইকেটের মধ্যে পেসাররা নিয়েছেন ৪০টি উইকেট। ২০টি উইকেট নিয়েছেন স্পিনাররা। সুতরাং, স্পিন নির্ভরতাও যে কাটিয়ে উঠেছে ভারত, সেটার প্রমাণ এই পরিসংখ্যানই।
আরও পড়ুন:- ‘TV-তে বসে সবকিছুই সহজ মনে হয়,’ কোহলির কৌশল নিয়ে বিরাটের পাশে দাঁড়ালেন জাদেজা
শেষ ৬টি ওয়ান ডে ম্যাচে ভারতের বোলিং পারফর্ম্যান্স:-
প্রথম ওয়ান ডে বনাম ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/১০ (৪৩.৫ ওভার)।
দ্বিতীয় ওয়ান ডে বনাম ওয়েস্ট ইন্ডিজ: ১৯৩/১০ (৪৬ ওভার)।
তৃতীয় ওয়ান ডে বনাম ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/১০ (৩৭.১ ওভার)।
প্রথম ওয়ান ডে বনাম ইংল্যান্ড: ১১০/১০ (২৫.২ ওভার)।
দ্বিতীয় ওয়ান ডে বনাম ইংল্যান্ড: ২৪৬/১০ (৪৯ ওভার)।
তৃতীয় ওয়ান ডে বনাম ইংল্যান্ড: ২৫৯/১০ (৪৫.৫ ওভার)।
For all the latest Sports News Click Here