ভিডিয়ো: ম্যাচ জিতে উচ্ছ্বাস, আচমকা নো বল-এর সিগনাল, নাটক ব্লাস্ট ফাইনালে
১৬ জুলাই শনিবার,টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনাল ম্যাচটি হ্যাম্পশায়ার বনাম ল্যাঙ্কাশায়ারের মধ্যে এজবাস্টনে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে হ্যাম্পশায়ার শেষ বলে এক রানে জিতেছিল। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল ম্যাচের শেষ ওভারের রোমাঞ্চ।শেষ ওভারে ল্যাঙ্কাশায়ারকে জয়ের জন্য মোট ১১ রান করতে হত। কিন্তু হ্যাম্পশায়ারের দুরন্ত বোলিং-এর ফলে ৯ রান করে ল্যাঙ্কাশায়ার। ম্যাচের শেষ বলের আগের বল নো বল করা সত্ত্বেও জিততে পারল না ল্যাঙ্কাশায়ার। এক রানে শিরোপা জেতে হ্যাম্পশায়ার। দেখে নেওয়া যাক আসলে কী হয়েছিল ম্যাচের শেষ ওভারে।
আরও পড়ুন… T20 Blast 2022 Final: ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১ রানে হারিয়ে জয়ী হ্যাম্পশায়ার
ম্যাচ তথা শিরোপা জিততে হলে শেষ ওভারে ল্যাঙ্কাশায়ারকে করতে হত মোট ১১ রান। শেষ ওভারের প্রথম বলে এক রান,দ্বিতীয় বলে দুই রান,তৃতীয় বলে এক রান এবং চতুর্থ বলে রান আউট হয়ে একটি উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার। এমন অবস্থায় যখন ২ বলে ৭ রান দরকার ছিল ল্যাঙ্কাশায়ারের। পঞ্চম বলে দুই রান নেন রিচার্ড গ্লিসন। তখন ওভারের শেষ বলে পাঁচ রান দরকার ছিল ল্যাঙ্কাশায়ারের। কিন্তু ওভারের ছয় নম্বর বলে নাথান এলিস ইয়র্কার করেন এবং গ্লিসন ক্লিন বোল্ড হন।
আরও পড়ুন… T20 Blast 2022 Final: ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১ রানে হারিয়ে জয়ী হ্যাম্পশায়ার
এরপরেই হ্যাম্পশায়ারের দর্শক এবং দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে সেলিব্রেশন করতে শুরু করে। এমনকি স্টেডিয়ামে আতশবাজি শুরু হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো স্টেডিয়ামের পরিবেশ পাল্টে যায়।কারণ এই বলটি ছিল নো বল। এমন পরিস্থিতিতে তখন হ্যাম্পশায়ারের জয়ের জন্য দরকার ছিল চার রান। কিন্তু শেষ বল মারতে পারেননি ব্যাটার। উইকেটের পিছনে চলে যায় বল। যেখানে মাত্র এক রান হয় এবং ল্যাঙ্কাশায়ার হেরে যায়। এই ম্যাচের শেষ ওভারের উত্তেজনা বহু দিন ক্রিকেট ভক্তরা ভুলতে পারবেন না।
For all the latest Sports News Click Here