দেশকে যুব বিশ্বকাপ জেতাতে পারেননি, হ্যাম্পশায়ারকে T20 ব্লাস্টের ফাইনালে তোলেন টম
ফাইনালে তুলেও দেশকে যুব বিশ্বকাপের ট্রফি জেতাতে পারেননি টম প্রেস্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ভারতের কাছে হার মানে ইংল্যান্ড। ফলে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রেস্টদের। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ক্যাপ্টেন এবার ব্যাট হাতে হ্যাম্পশায়ারকে ভাইটালিটি ব্লাস্টের ফাইনালে তুললেন।
এজবাস্টনে টি-২০ ব্লাস্টের দ্বিতীয় সেমিফাইনালে সামারসেটের মুখোমুখি হয় হ্যাম্পশায়ার। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হ্যাম্পশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। ১৯ বছরের টম প্রেস্ট ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন:- বল হাতে ঠিক পিছনে দাঁড়িয়ে উইকেটকিপার, হঠাৎ দৌড় লাগিয়ে যেচে রান-আউট ব্যাটসম্যান: ভিডিয়ো
এছাড়া বেন ম্যাকডারমট ৩১, জেমস ভিন্স ২০, জো ওয়েদারলি ২৪ ও রস হোয়াইটলি ২৭ রান করেন। ভ্যান ডার মারউই ও গোল্ডসওর্থি ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন:- জর্ডনের ঝোড়ো ইনিংসের পরেও ইয়র্কশায়ারকে হারিয়ে ভাইটালিটি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ার
পালটা ব্যাট করতে নেমে সামারসেট ১৯.৩ ওভারে ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। টম ল্যামনবি ৩৪, টম ব্যান্টন ১২, রিলি রসউ ২৩, টম অ্যাবেল ২৭ ও লুইস গ্রেগরি ১৮ রান করেন। ৩টি উইকেট নেন ন্যাথন এলিস। ৩৭ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে হ্যাম্পশায়ার। খেতাবি লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ার। ম্যাচের সেরা হয়েছেন প্রেস্ট।
For all the latest Sports News Click Here