‘তাহলে টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?’, সুস্মিতা-ললিত চর্চায় প্রশ্ন তুললেন তসলিমা
মলদ্বীপ, সার্ডিনিয়ায় বেড়াতে গিয়েছিলেন একসঙ্গে। এরপরই ললিত মোদীর পোস্টে জ্বলজ্বল করছে সুস্মিতা সেনের সঙ্গে ছবি। ঘোষণা করেছেন, সম্পর্কে রয়েছেন, শীঘ্রই প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন তিনি। এই খবর সাড়া ফেলেছে গোটা দেশে। চলছে জোড় চর্চা।
দেশজুড়ে যখন সুস্মিতা-ললিতের সম্পর্ক ঘিরে চর্চা চলছে, তেমনি এই বিষয় এ বার মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি নেটমাধ্যমের পাতায় দীর্ঘ পোস্টে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর ছোট্ট পরিচয়ের কথা স্মৃতির পাতা থেকে ভাগ করে নেন।
লেখেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।’
অভিনেত্রীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো লাগতো, সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা।’
এরপরই নেটমাধ্যমের পোস্টে সুস্মিতা সেনকে নিয়ে তসলিমা প্রশ্ন, ‘কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষনীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?’
একই সঙ্গে লেখিকার মন্তব্য, ‘হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।’ তসলিমা
For all the latest entertainment News Click Here