‘বাবররা ১ নম্বর নয় কেন?’ ICC-র র্যাঙ্কিং নিয়ে আব্দুল রাজ্জাকের অযৌক্তিক প্রশ্ন
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক মনে করেন, আইসিসি র্যাঙ্কিংয়ে তার দলের শীর্ষে থাকা উচিত ছিল। তিনি পাকিস্তান দলের প্রশংসা করে বলেন, এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শিরোপা জিততে পারে। গত দুই বছরে পাকিস্তান খুব ভালো পারফর্ম করেছিল। বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান দল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছে।
আরও পড়ুন… আবার বাইশ গজে ফিরছেন হরভজন সিং! সেপ্টেম্বরে দেখা যাবে বল হাতে
আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের দল বর্তমানে টেস্টে ছয় নম্বরে, ওয়ানডেতে চতুর্থ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্যাটে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন আব্দুল রাজ্জাক। এমনকি কারচুপি হয়েছে বলেও দাবি করেন তিনি। স্পোর্টস পাক টিভির সঙ্গে আলাপচারিতায় রাজ্জাক বলেন, ‘সত্যি বলতে, পাকিস্তান দল এখনই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা উচিত ছিল। পাকিস্তানি ক্রিকেটার হওয়ার কারণে এটা বলছি না। গত কয়েক বছরের পাকিস্তানের পারফরম্যান্সই এই দলে ঐক্যের পরিচয় দেয়।’
আরও পড়ুন… আবার বাইশ গজে ফিরছেন হরভজন সিং! সেপ্টেম্বরে দেখা যাবে বল হাতে
আব্দুল রাজ্জাক আরও বলেন, ‘আমি আইসিসির র্যাঙ্কিং প্রক্রিয়া বুঝি না। দলটি গত ৪-৫ বছরে যেভাবে পারফর্ম করেছে, তার পরে তাদের এক নম্বরে থাকা উচিত ছিল। আমি আশাবাদী যে দল ভালো পারফরম্যান্স চালিয়ে যাবে এবং বাবরের অধিনায়কত্বে আমরা সব ফর্ম্যাটেই এক নম্বর হব। আমি আন্তরিকভাবে আশা করি আসন্ন আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের দল ভালো পারফর্ম করবে।’
আরও পড়ুন… আবার বাইশ গজে ফিরছেন হরভজন সিং! সেপ্টেম্বরে দেখা যাবে বল হাতে
পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক বাবর আজমেরও প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, বাবর পাকিস্তানের দলকে সব ফর্ম্যাটেই এক নম্বরে নিয়ে যাবে। বাবর বর্তমানে আইসিসি ওডিআই এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিং-এ এক নম্বর খেলোয়াড়। বর্তমানে টেস্ট ক্রিকেটে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।
For all the latest Sports News Click Here