দুর্বল বোলারের প্রসঙ্গে ভুবনেশ্বর কুমারের মজার উত্তর, ভাইরাল হল ভিডিয়ো
ভুবনেশ্বর কুমার শনিবার ভারতের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স করেছেন। ম্যাচ জয়ের ভিত্তি স্থাপন করতে তিনি এদিন তিন ওভার বল করে ১৫ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেছিলেন। সিরিজের প্রথম ম্যাচের মতোই এদিনও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন ভুবি। টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে। সিনিয়র ভারতীয় পেসারকে এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন।
ভুবনেশ্বর কুমার নিজের প্রথম ওভারে তার জাদু কাজ করেছিলেন।তিনি নিজেরপ্রথম বলে শূন্য রানে জেসন রয়কে সাজঘরে ফিরিয়েছিলেন। এরপর তিনি জোস বাটলারকে ৪ রানে আউট করেন। ভুবির পরে লিয়াম লিভিংস্টোনকে আউট করেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড পাঁচ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ২৭ রান করে চাপে পড়ে গিয়েছিল।
আরও পড়ুন… টি২০ ক্রিকেট বিশ্বে শক্তিকেন্দ্র হল ভারত, অভিমত ব্রিটিশ প্রাক্তনীর
ভুবনেশ্বর এবং বুমরাহ পাঁচটি উইকেট ভাগ করে নেন এবং যুজবেন্দ্র চাহালও দুটি উইকেট শিকার করেন। ভারত বার্মিংহামে ইংলিশ প্রতিপক্ষকে ৪৯রানে পরাজিত করে। ম্যাচ জয়ের পরে ভারতীয় দলের‘দুর্বল বোলার’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ৩২বছর বয়সী ভুবনেশ্বর কুমার একটি মজার উত্তর দেন। যা শুনে সকলেই হেসে ফেলেন। বোলিং পরিবর্তনের সময় অধিনায়ক রোহিত শর্মা বুদ্ধিমান ছিলেন,ভারতীয় বোলাররা একযোগে আক্রমণ করেছিলেন।
আরও পড়ুন… টি২০ ক্রিকেট বিশ্বে শক্তিকেন্দ্র হল ভারত, অভিমত ব্রিটিশ প্রাক্তনীর
ভুবনেশ্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বোলিং দৃষ্টিকোণ থেকে এটি কি সেরা সমন্বয়?ভুবনেশ্বর কুমার বলেন,‘যদি একটি ম্যাচে মার খাই তো আপনারাই দুর্বল বোলার খুঁজে নেবেন। সেটাআপনারা পরের ম্যাচেই খুঁজে নেবেন।’ এই বলে হাসতে থাকেন ভুবি।
For all the latest Sports News Click Here