Ghum Hai Kisikey Pyaar Meiin: নীলের সঙ্গে বোল্ড দৃশ্যে অভিনয়, অকপট আয়েশা
টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে রয়েছে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’। এই শো-এর জনপ্রিয়তা এবং টিআরপি অসাধারণ। শোতে সাই যোশির চরিত্রে অভিনয় করছেন আয়েশা সিং। এই ধারাবাহিকে অভিনেতা নীল ভাটের সঙ্গে একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছেন আয়েশা। অভিনেতা নীলের স্ত্রীও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। নীলের সঙ্গে সাহাসী দৃশ্যেে অভিনয় নিয়ে অকপট অভিনেত্রী আয়েশা।
‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ শো-এর কী প্লট চলছে?
আয়েশা বলেন, সেই দিন চলে গিয়েছে, যখন অভিনেত্রীরা পর্দায় অল্পবয়সী মায়ের চরিত্রে অভিনয় করতে দ্বিধা করতেন। সাম্প্রতিক এপিসোডে দেখা যাচ্ছে, সন্তানহারা সাই। সারোগেসির মাধ্যমে শীঘ্রই তাঁকে মা হতে দেখা যাবে।
আরও পড়ুন: ‘জওয়ান’ নায়িকা নয়তারার বিয়েতে শাহরুখ, হাজির রজনীকান্তও! ভাইরাল অন্দরের ছবি
অল্পবয়সী মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা হয়নি?
আয়েশা সিং বলেন, ‘মুখ্য চরিত্র হিসেবে এটি আমার প্রথম শো। আমি সবসময়ই সব ধরনের চরিত্রে কাজ করার ব্যাপারে খুব খোলামেলা ছিলাম। বয়স কম হলেও স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী যদি এটি জরুরি হয় তাতে আমার কোনও সমস্যা নেই। আমার মনে হয় না অভিনেতাদের টাইপকাস্ট করা যায়।’
নীলের রিয়েল লাইফ স্ত্রীর সামনে কীভাবে বোল্ড দৃশ্য করবেন?
শো-তে আয়েশা সিং নীল ভাটের স্ত্রী সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন। নীলের বাস্তব জীবনের স্ত্রী ঐশ্বর্য শর্মাও এই শোয়ের একটি অংশ। যেহেতু নীলের বাস্তব জীবনের স্ত্রীও এই অনুষ্ঠানের একটি অংশ, তাই আয়েশা কি নীলের সঙ্গে রোম্যান্টিক এবং সাহসী দৃশ্য করাটা কঠিন বলে মনে করেন? এই প্রশ্নেরও খোলামেলা জবাব দিয়েছেন অভিনেত্রী আয়েশা সিং।
আয়েশা বলেন, দৃশ্যের প্রয়োজন হলে তা অপরিহার্য
আয়েশা সিং বলেছেন, ‘না, আমরা খুব বড় টিমের অংশ এবং অফ স্ক্রিনে আমাদের যোগাযোগ অসাধারণ। ক্যামেরা চালু থাকলেই আমরা অভিনেতা, তাই রোম্যান্টিক হোক বা না হোক, কোনও ধরনের দৃশ্যে আমার আপত্তি নেই। একটি দৃশ্যের জন্য যা প্রয়োজন তা অপরিহার্য। জানিয়ে রাখি, শোতে বহুবার সাই নীলের কাছাকাছি এসেছে। অনেকবার খুব সাহসী দৃশ্যও দেখানো হয়েছে।’
For all the latest entertainment News Click Here