অনামীর বিরুদ্ধে দু’ সেটে পিছিয়েও অনবদ্য কামব্যাক, ১১বার উইম্বলডনের সেমিতে জোকার
শুভব্রত মুখার্জি
করোনার ভ্যাকসিন না নেওয়া থাকার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। ফরাসি ওপেনে খেললেও, হেরে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরুতেই প্রমাদ গুনেছিলেন তাঁর ভক্তরা। ২০ বছর বয়সি ইতালির টেনিস সেনসেশন সিনারের কাছে ২ সেটে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে নামটা যে তাঁর নোভক জোকোভিচ। যিনি ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত লড়াই করেন। বাস্তবের মাটিতে ঘটলও তাই। দুরন্ত কামব্যাক করে ঘাসের কোর্টে নিজের কেরিয়ারের ১১তম বার উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা।
এ দিন ম্যাচের শুরুতেই সবাইকে চমকে দেন অনামী জ্যানিক। ইতালির এই উঠতি তারকা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। ম্যাচের শুরুতেই নোভকের বিরুদ্ধে দুই সেট এগিয়ে যান ২০ বছরের তরুণ। প্রথম দুই সেটে খেলার ফলাফল ছিল জ্যানিকের পক্ষে ৭-৫, ৬-২। কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য জ্যানিক সিনারের বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর জয় পেলেন সার্বিয়ান তারকা।
আরও পড়ুন: টানা ১৬তম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদাল
মঙ্গলবার সেন্টার কোর্টে কঠিন লড়াইয়ে প্রথম দুই সেট হেরে যান তিনি। তবে নোভক নিজের ছন্দ হারাননি। ফলে টানা তিন সেটে জিতে ম্যাচ নিজেদের করায়ত্ত করেন জোকার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দু’জনের মধ্যে। খেলার ফলাফল জোকারের পক্ষে ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২। এই নিয়ে ১১ বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন নোভক।
আরও পড়ুন: কেরিয়ারের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডাবলস সেমিতে পৌঁছলেন সানিয়া মির্জা
চলতি বছরে এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম । তাই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে মরিয়া ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। প্রথম দুই সেটে অসংখ্য আনফোর্সড এরর করেন জোকোভিচ। ফলে বাড়তি সুবিধে পেয়েছিলেন সিনার। তৃতীয় সেটে মাত্র দু’বার আনফোর্সড এরর ছিল জোকারের। সেমিফাইনালে নোভকের মুখোমুখি হবেন ক্যামেরন নরি বা ডেভিড গফিনের মধ্যে কেউ একজন।
For all the latest Sports News Click Here