India vs Northamptonshire: কখন ও কোথায় দেখবেন ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ?
প্রথম প্রস্তুতি ম্যাচে জয় এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ (রবিবার, ৩ জুলাই) নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। সন্ধ্যা সাতটা (ভারতীয় সময় অনুযায়ী) সেই ম্যাচ শুরু হবে।
(IND vs ENG টেস্ট সিরিজের এজবাস্টন টেস্টের লাইভ আপডেট দেখুন)
ভারত বনাম নর্থহ্যাম্পটনশায়ারের ম্যাচ কোথায় খেলা হবে (India vs Northamptonshire T20)?
নর্থহ্যাম্পটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ভারত এবং নর্থহ্যাম্পটনশায়ার।
কখন থেকে ভারত বনাম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ শুরু হবে (Northamptonshire vs India T20 warm-up match)?
স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ভারত বনাম নর্থহ্যাম্পটনশায়ার টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ শুরু হবে।
কোথায় ভারত বনাম নর্থহ্যাম্পটনশায়ারের প্রস্তুতি ম্যাচ দেখতে পারবেন? (India vs Northamptonshire T20 Live Streaming)?
ভারত বনাম নর্থহ্যাম্পটনশায়ারের প্রস্তুতি ম্যাচ কোনও টিভি চ্যানেলে দেখাবে না। তবে নর্থহ্যাম্পটনশায়ারের ইউটিউব অ্যাকাউন্ট Steelbacks TV -তে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। সেইসঙ্গে ম্যাচের যাবতীয় লাইভ আপডেটের সঙ্গে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
ভারতীয় দল: দীনেশ কার্তিক (অধিনায়ক এবং উইকেটকিপার), ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, দীপক হুডা, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার।
নর্থহ্যাম্পটনশায়ারের দল: জোস কোব, নাথান বাক, বেন কারান, এমিলি গে, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেডি হেল্ডরেইথ, গুস মিলার, রায়ান রিকেটন, অ্যালেক্স রাসেল, জেমস সেলস, চার্লি থার্সটন, রিকার্ডো ভ্যানস্কোসেলস এবং সইফ জেব।
For all the latest Sports News Click Here