গয়নার পুরনো বিজ্ঞপনে প্রিয়াঙ্কাকে দেখে চোখ গোল ভক্তদের, ‘প্লাস্টিক সার্জারির ফল’
বিনোদন জগতে এক যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই দীর্ঘ সময়ে যেমন অভিনেত্রীর লুকে বদল এসেছে, তেমনই ভালো হয়েছে অভিনয় স্কিলও। তবে সম্প্রতি প্রিয়াঙ্কার সোনার গয়না পরে এক বিজ্ঞাপনের শ্যুটের লুক ভাইরাল হয়েছে। বহু বছর আগে তোলা এই ফোটোতে যেন সোনায় মুড়ে দেওয়া হয়েছে পিগি চপসকে!
Josco Fashion Jwellery-র সেই বিজ্ঞাপনে হলুদ পোশাকে দেখা মিলল প্রিয়াঙ্কার। তবে গা ভর্তি গয়না দেখে হতবাক হবেন অনেকেই। বোঝাই যাচ্ছে বহু বছর আগে শ্যুট হয়েছে এই বিজ্ঞাপনের, হয়তো প্রিয়াঙ্কা বলিউডে পা রাখার পর পরই। কেউ কেউ প্রিয়াঙ্কাকে দেখে বলছেন ‘সোনপরী’, তো কেউ আবার গালি দিচ্ছেন বিজ্ঞাপনের ক্রিয়েটিভ টিমকে প্রিয়াঙ্কাকে এরকম উদ্ভত মেকআপ করানোর জন্য।
তবে অনেকেই ইস্যু করেছেন অভিনেত্রীর ভোলবদলকে। গায়ের রং থেকে শুরু করে নাক-চোখে অনেক বদল এসেছে। আর তাই ফের মাথাচাড়া দিয়েছে ‘প্লাস্টিক সার্জারি’ বিতর্ক। আসুন আপনিও দেখে নিন সেই বিজ্ঞাপনখানা।
এখন তো শুধু বলিউড নয় হলিউডও কাঁপাচ্ছেন। বেশ কিছু ফ্যাশন জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বেসেডর তিনি। এই তো দিনকয়েক আগে বুগ্যারির এক ইভেন্টে যোগ দিতে প্যারিস গিয়েছিলেন তিনি। ব্র্যান্ডের অন্য দুই অ্যাম্বাসেডর ‘ব্ল্যাকপিঙ্ক’-এর লিসা আর অ্যানি হ্যাথওয়ের সঙ্গে তাঁর ছবিও সেসময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে স্বামী নিক জোনাস আর মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে লস অ্যাঞ্জেলসেই থাকছেন প্রিয়াঙ্কা। সেখানে একটি বাংলোও কিনেছেন অভিনেত্রী। খুলেছেন নিজের রেস্তোরাঁ, হেয়ারকেয়ার ব্র্যান্ড ও হোমওয়্যার ব্র্
For all the latest entertainment News Click Here