‘হিন্দুরাও ভারতে সুরক্ষিত নয়’, উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সরব তসলিমা-কঙ্গনা
বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের সমর্থনে পোস্ট করেছিলেন উদয়পুরের দর্জি কানাহাইয়ালাল। পরিবার সূত্রে খবর, কিছু না জেনেই সেই পোস্ট হোয়্যাটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিল কানাহাইয়া লালের আট বছরের ছেলে। এর জেরেই সন্ত্রাসবাদীদের মতো ধারালো অস্ত্র দিয়ে কানাহাইয়ালারের মুণ্ডচ্ছেদ করে দুই ব্যক্তি। উদয়পুরের ঘটনায় বুধবার দিনভর চাঞ্চল্য দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদে সরব একাধিক ব্যক্তিত্ব। বাদ নেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।
কানাহাইয়ালালকে খুন কেই ক্ষান্ত থাকেনি ওই দুই ব্যক্তি। সেই খুনের ভিডিয়ো রেকর্ড করেছে, এবং ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে ঘটনার দায় পর্যন্ত শিকার করেছে। ওই পোস্টের জেরে পুলিশের হাতে গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন কানাইয়ালাল। কানাহাইয়ালালের হত্যাকারীদের আগেই গ্রেফতার করেছে পুলিশ, ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। একমাসের জন্য এলাকায় ১৪৪ ধারা জারি। তবুও বিক্ষোভের পরিস্থিতি উদয়পুর জুড়ে।
এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের কুইন। ইনস্টাগ্রামের স্টোরিতে কানহাইয়ার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘নূপুর শর্মাকে সমর্থন করায় এই মানুষটিকে উদয়পুরে জেহাদিরা নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করেই ক্ষান্ত থাকেনি। হত্যার পরে একটি ভিডিয়ো বানিয়েছে। তারা জোর করে কানাহাইয়ালালের দোকানে ঢুকে পড়েছিল, এবং ভগবানের নাম স্লোগান দিয়ে শিরচ্ছেদ করেছে… তারপর পোজ দিয়ে বেশ কয়েকটি ভিডিয়ো তৈরি করেছে। সেই ভিডিয়োগুলি দেখার সাহস আমার নেই। আমি অসাড় হয়ে গিয়েছি।’
লেখিকা তসলিমা নাসরিন লেখেন, ‘হিন্দুরাও ভারতে সুরক্ষিত নয়’। টুইটারের দেওয়ালে তিনি লেখেন, ‘রিয়াজ এবং গিয়াস উদয়পুরে কানহাইয়া লাল নামে একজন দর্জিকে নির্মমভাবে হত্যা করেছে। তারপরে হত্যার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আনন্দের সঙ্গে ঘোষণা করেছে যে তারাই এই হত্যা করেছে। তারা তাদের নবীর জন্য যা কিছু করতে পারে। ধর্মান্ধরা এতই বিপজ্জনক যে ভারতে হিন্দুরাও সুরক্ষিত নয়।’ অপর এক টুইটে তিনি লেখেন,’ধর্মীয় উগ্রবাদ সবসময় মানবতার জন্য ক্ষতিকর।’
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, ‘এবার কাতারের উচিত সব হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া।’ নূপুর শর্মার বক্তব্য নিয়ে কাতার-সহ অপর মুসলিম দেশগুলি যে আপত্তি জানিয়েছিল সেই প্রেক্ষিতেই এই মন্তব্য।
বলিউড তারকা স্বরা ভাস্কর, রিচা চড্ডা, অনুপম খেররাও উদয়পুরের ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন মাইক্রো ব্লগিং সাইটে।
For all the latest entertainment News Click Here