দীপিকার জন্য ‘অমর’ ফুল আনতে দুর্গম পর্বতে রণবীরের ‘মিশন ইম্পসিবল’, রইল ভিডিয়ো
‘সারা পৃথিবী ঘুরলেও আমার মতো প্রেমিক পাবে না’, জোর গলায় স্ত্রী দীপিকাকে এই কথাই জানালেন রণবীর সিং। একদিকে যখন রণবীর-আলিয়ার হবু সন্তান নিয়ে মাতামাতি থামছে না, তখনই স্ত্রীর জন্য এমন কীর্তি করে বসলেন রণবীর সিং যা দেখে আপনি শিউরে উঠবেন।
নেটফ্লিক্সের তরফে সম্প্রতি সামনে আনা হয়েছে রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলসের প্রোমো। রোমাঞ্চে ভরা এই শো-এর প্রিমিয়ারের তারিখ আগামী ৮ই জুলাি। তবে প্রায় তিন মিনিট দীর্ঘ প্রোমো সামনে এনেছে ওটিটি প্ল্যাটফর্মটি। যা দেখে ‘দীপবীর’ ফ্যানেরা মন্ত্রমুগ্ধ। এপিসোডে দেখা যাবে বউয়ের জন্য একটি বিশেষ ফুল আনতে যাচ্ছেন রণবীর। রণবীর জানান, এই ফুল নাকি ‘অমর’। অর্থাৎ সেটি কখনও মরে না। অভিনেতা বলেন, ‘ঠিক আমার ভালোবাসার মতো’।
তবে সেই বিশেষ ফুল তোলা সহজ নয়। এর জন্য অসাধ্য সাধন করতে হবে রণবীরকে। আর এই যাত্রায় তাঁর সঙ্গী ‘বড়ে ভাইয়া’ বিয়ার গ্রিলস। পর্বত, জঙ্গল, গুহা পেরিয়ে পৌঁছাতে হবে ওই ‘অমর’ ফুল তুলতে। সেই পথে ভল্লুক,নেকড়ে, সাপের মুখোমুখিও হতে হবে রণবীরকে। এই দুর্গম পথে খাবারও নেই। বলি তারকা রণবীরকে এই মিশনে বেরিয়ে উদরপূর্তি করতে হয়েছে ম্যাগোট অথবা মরা শুকোরের অণ্ডকোষ খেয়ে। কচকচ করে চিবিয়ে ম্যাগোট খেতে দেখা গেল রণবীরকে! এই দৃশ্য দেখে হতবাক ফ্যানেরা।
পাহাড় চড়বার সময় ‘জয় বজরঙ্গবলি’ ধ্বনি তুলছেন রণবীর, আবার সাপের মুখে পড়ে মহাদেবকে স্মরণ করছেন। বউযের জন্য ফুল আনতে গিয়ে নিজের আন্ডারপ্যান্টের পর্যন্ত বলিদান দিতে হয়েছে রণবীরকে। তবে সেই ফুল কী মিলবে? সেই উত্তর জানতে অপেক্ষা ৮ই জুলাইয়ের। তবে সোশ্যাল মিডিয়ায় ‘দীপু’র জন্য প্রেম উথলে পড়ছে রণবীরের।
মঙ্গলবার নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন রণবীর। আর ক্যাপশনে লেখেন, ‘আমার বউয়ের কমেন্টের অপেক্ষায়’। হ্যান্ডসাম স্বামীকে দেখে দীপিকার মন্তব্য, ‘জলদি আমার কাছে এসো’।
For all the latest entertainment News Click Here