‘বাজে শট খেললেই হাসে’, ভারতের তরুণ ব্যাটার নিয়ে বললেন কোহলির ‘শিকারী’ ওয়াকার
শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে ভারত একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল লেস্টারশায়ার দলের বিরুদ্ধে। সেই ম্যাচে নিজের কাউন্টি দলের হয়ে খেলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন ২১ বছর বয়সি পেসার রোমান ওয়াকার। ভারতের প্রথম ইনিংসে তার বলেই আউট হন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এছাড়াও তিনি আরও দুটি উইকেট অর্থাৎ মোট চারটি উইকেট নেন। এছাড়াও তিনি ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহদের সঙ্গে এক দলে খেলেছেন। পন্তের সঙ্গে তো তিনি ব্যাটিং পার্টনারশিপও গড়েন। যেখানে একেবারে কাছ থেকে পন্তকে দেখার অভিজ্ঞতা তিনি শেয়ার করে ম্যাচ শেষে জানিয়েছেন খারাপ শট খেলার পরেই হাসতে থাকেন পন্ত।
প্রসঙ্গত ৯ নম্বরে ব্যাট করতে নেমে ওয়াকার, পন্তের সঙ্গে জুটিতে করেন ৭০ রান। তিনি ব্যক্তিগত ৩৪ রান করেন। যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে এই পার্টনারশিপে রান করেন দুই ব্যাটার। পন্তের ব্যাটিংয়ের প্রশংসা করার পাশাপাশি ওয়াকার তার এবং সতীর্থ লেস্টার ক্রিকেটারদের প্রতি পন্তের ব্যবহারেও মুগ্ধ।
ওয়াকার বলেন ‘পন্ত আমাদের ছেলেদের সঙ্গে দারুণ ব্যবহার করেছে। ওর সঙ্গে ব্যাটিং করাটা বেশ মজাদার ছিল। যখন কোনও খারাপ শট খেলে তখনই ও হাসে। বাজে শট খেলে বেঁচে গেলেও হাসে,না হলেও হাসে। অপরপ্রান্ত থেকে দাঁড়িয়ে ওর ব্যাটিং দেখাটা দারুণ ছিল। আমি ওর সঙ্গে বিভিন্ন শক খেলার অপশন নিয়ে কথা বলেছি। কীভাবে আলাদা আলাদা বোলারকে খেলব সেই বিষয়েও কথা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা।’
For all the latest Sports News Click Here