টেলিভিশনে কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন অঙ্কিতা, তাঁর নতুন ধারাবাহিকের গল্প কেমন
কয়েক দিন আগেই বহু দিনের বন্ধু অভিনেতা প্রান্তিকের সঙ্গে বিয়ের খবরে পরিবার থেকে ফ্যান সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করার পর এবার কাজের জগতেও নতুন ইনিংস শুরু করলেন অঙ্কিতা। কালার্স বাংলার নতুন সিরিয়াল ‘ইন্দ্রাণী’ তে নাম ভূমিকায় ফিরছেন অঙ্কিতা।
শনিবারই প্রকাশ্যে এসেছে ‘ইন্দ্রাণী’র প্রথম প্রোমো। এই সিরিয়ালে এক নামী হাসপাতালের প্রশাসকের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা। তাঁর চরিত্রের নাম ইন্দ্রাণী রায়। একজন পেশাগত সফল নারীর ভাঙাচোরা জীবনের গল্প বলবে ইন্দ্রাণী।
দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলেও টিনএজার মেয়ে, শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালনের পাশাপাশি নিজের কাজ নিয়ে ডুবে থাকে ইন্দ্রাণী। কিন্তু একদিন হাসপাতালের এক ডাক্তারের ভালো লেগে যায় তার থেকে বয়সে বড় ইন্দ্রাণীকে। সঙ্গে কোন খাতে বইবে অসমবয়সী সম্পর্কের সমীকরণ।
সিরিয়ালের স্লট এখনও জানানো না হলেও দর্শকমহল এই নতুন ধরনের গল্প নিয়ে বেশ উত্তেজিত। টেলিভিশনে মুখ্য চরিত্রে বেশ কয়েকদিন বাদে ফিরলেও সিনেমা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন ও করে চলেছেন অঙ্কিতা।
টেলিভিশনে তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল ‘ইষ্টিকুটুম’-এর কমলিকা চরিত্রটি। স্পষ্ট উচ্চারণ, নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল দর্শককে। তাই পছন্দের অভিনেত্রীকে পুনরায় ছোটপর্দায় ফিরে পেয়ে উচ্ছ্বসিত অঙ্কিতার অনুরাগীরা। তবে কেমন হবে ‘ইন্দ্রাণী’র পথ চলা তা জানতে এখনও অপেক্ষা করতে হবে কিছু দিন।
For all the latest entertainment News Click Here