IND vs SA: শিষ্য হার্দিক পান্ডিয়াকে কষে ধমক দিলেন গুরু আশিস নেহরা!
বৃহস্পতিবার রাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হেরেছে ঋষভ পন্তের টিম ইন্ডিয়া। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টেম্বা বাভুমার দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানের বিশাল স্কোর করেছিল। কিন্তু ডেভিড মিলার এবং ভ্যান ডার ডুসেনের ঝোড়ো ইনিংসের কারণে ভারত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ২০০-র বেশি রান করেও জিততে পারেনি। ইশান কিষাণ (৭৬), শ্রেয়স আইয়ার (৩৬), ঋষভ পন্ত (২৯) এবং হার্দিক পান্ডিয়া (৩১) রানের দৌলতে ভারত ২০০ রান টপকে যায়।
হার্দিক পান্ডিয়া ১২ বলে দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩১ রানের ইনিংসটি খেলেন। কিন্তু গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরা অসন্তুষ্ট ছিলেন হার্দিক পান্ডিয়ার উপর। আসলে, শেষ ওভারের পঞ্চম বলে, হার্দিক ডিপ মিড-উইকেটের দিকে একটি শট খেলেন কিন্তু এই বলে একটি রানও নেননি তিনি। যদিও সেই সময় অন্য প্রান্তে উপস্থিত ছিলেন দীনেশ কার্তিক। হার্দিকের অ্যাকশন নিয়ে আশিস নেহরা মজা করে বলেছিলেন যে তার রান নেওয়া উচিত ছিল কারণ অন্য প্রান্তে দীনেশ কার্তিক ছিলেন এবং আমি ছিলাম না। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়, প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার বলেছিলেন, ‘তার (হার্দিক পান্ডিয়া) শেষ ওভারে রান নেওয়া উচিত ছিল, অন্য প্রান্তে দীনেশ কার্তিক ছিল এবং আমি নই।’
এছাড়া হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সের প্রশংসা করেছেন আশিস নেহরা। তিনি বলেছিলেন যে এই অলরাউন্ডার যে কোনও নম্বরে ব্যাট করতে পারে এবং তার প্রতিটি ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে। আশিস নেহরা বলেন, ‘পান্ডিয়া এমন একজন খেলোয়াড় যে সব ধরনের ভূমিকা পালন করতে পারে। তার ব্যাটিং দক্ষতা আছে। আমরা তাকে টেস্ট এবং ওয়ানডেতে ভালো করতে দেখেছি। তার ব্যাটিং ক্ষমতা আছে, সে যেকোন অর্ডারেই ব্যাট করতে পারে। সেটা নম্বর-৩ বা নম্বর-চার হোক। তিনি গুজরাটের অধিনায়ক ছিলেন এবং বল হাতেও অবদান রেখেছিলেন। এটি একটি ভিন্ন ভূমিকা ছিল কারণ এর আগে তিনি খুব বেশি ব্যাটিং বা বোলিং করতেন না। আজ রাতে তাকে তার পুরানো স্টাইলে দেখা গেছে। তার যে কোনও ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে।’
For all the latest Sports News Click Here