তার অভিষেক দেখতে গোটা বিশ্ব অপেক্ষা করছে, তরুণ তারকার দিকে তাকিয়ে ইরফান পাঠান
বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লিতে। ভারতীয় দল প্রায় দুই মাস পরে অ্যাকশনে ফিরবে। তবে এবার দলে পুরোপুরি পরিবর্তন দেখা যাবে। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ তারকা খেলোয়াড়রা টি-টোয়েন্টি সিরিজের বাইরে রয়েছেন। কিন্তু সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক কেএল রাহুল ও কুলদীপ যাদব। রাহুলের জায়গায় ঋষভ পন্তকে নেতৃত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করা হয়েছে।
এই সিরিজে ভারতীয় দলে অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। উমরান মালিক এবং অর্শদীপ সিং-এর মতো আনক্যাপড খেলোয়াড়দের দিকে সকলের নজর থাকবে। দু’জনেই ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং বিশেষ করে উমরান পুরো মরশুমে তার দুর্দান্ত গতি দিয়ে সবার প্রশংসা পেয়েছেন। জম্মু ও কাশ্মীর পেসার পুরো মরশুমে ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। প্রাক্তন ভারতীয় বোলার ইরফান পাঠান বিশ্বাস করেন যে পুরো বিশ্ব ভারতীয় জার্সিতে উমরান মালিককে দেখতে চাইবে।
ইরফান পাঠান বলেন, ‘উমরান মালিক – বাহ – আপনি জানেন, তিনি ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছেন। আমি সত্যিই তাকে দেখে মুগ্ধ। শুধু ভারত নয়, পুরো বিশ্ব উত্তেজিত, কারণ বিশ্বে এমন অনেক খেলোয়াড় নেই যারা ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেন।’ ইরফান পাঠান আরও বলেন, ‘সুতরাং, তার সম্ভাবনা রয়েছে। স্পষ্টতই, তার প্রথম-শ্রেণির ক্রিকেটের ক্ষেত্রে তিনি অনভিজ্ঞ। তবে আমি মনে করি এটি টিম ম্যানেজমেন্ট, রাহুল দ্রাবিড় এবং সমস্ত কোচ তাকে সমর্থন করবে।’
For all the latest Sports News Click Here