সবুজ-মেরুন জার্সিতে সফর শেষ, সরকারিভাবে রয় কৃষ্ণর দল ছাড়ার কথা ঘোষণা করল ATK MB
জল্পনা বহুদিন ধরেই ছিল, সেই জল্পনাই সত্যি হল। এটিকে মোহনবাগানের জার্সিতে দুই মরশুম খেলার পর দল ছাড়লেন তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণ। শুক্রবার (৩ জুন) সরকারিভাবে ফিজির স্ট্রাইকারের দল ছাড়ার কথা ঘোষণা করা হল সবুজ-মেরুনের তরফে।
২০১৯-২০ সালে আইএসএলে যাত্রা শুরু রয় কৃষ্ণর। নিজের প্রথম মরশুমেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ১৫টি গোল করে এটিকেকে তৃতীয় আইএসএল জেতান তিনি। পরের মরশুমে এটিকে ও মোহনবাগান গাঁটছড়া বাঁধলে কৃষ্ণর সবুজ-মেরুন সফর শুরু হয়। তিনি ওই মরশুমেও আবার লিগের সর্বোচ্চ গোলদাতা (১৪) হন। তবে এবার যুগ্মভাবে। কৃষ্ণর কাঁধে চেপে এটিকে মোহনবাগান ফাইনালে গেলেও খেতাব জেতা হয়নি। গত মরশুমে অবশ্য কৃষ্ণকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। চোট আঘাতের জেরে নিজের সেরা দিতে পারেননি তিনি।
আরও পড়ুন:- ATK MB ছেড়ে ওড়িশার জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি সুসাইরাজ
তা সত্ত্বেও ২০২১-২২ আইএসএল মরশুমে তাঁর সাতটি গোল ও চারটি অ্যাসিস্ট ছিল। কিন্তু নিজের সেরা ফর্মে না থাকায়, মরশুম মাঝেই তাঁর দল ছাড়ার জল্পনা শুরু হতে থাকে। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও বাড়ে। অবশেষে ৪৫ ম্যাচে ২৪টি গোল ও ১৩টি অ্যাসিস্টের পর এটিকে মোহনবাগানকে বিদায় জানালেন রয় কৃষ্ণ। তাঁর সঙ্গী ডেভিড উইলিয়ামসও এ মরশুমে ক্লাব ছেড়েছেন। সুতরাং, নতুন মরশুমে নতুন স্ট্রাইকারের খোঁজ করতে হবে সবুজ-মেরুনকে।
আরও পড়ুন:- উইলিয়ামসকে আনুষ্ঠানিক বিদায়ী শুভেচ্ছা ATK MB-র, বদলী হিসেবে নজরে জাপানি ফুটবলার
৩৪ বছর বয়সি কৃষ্ণ এটিকে মোহনবাগান ছাড়লেও অবশ্য কলকাতা নাও ছাড়তে পারেন। তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার কী তাহলে কলকাতার আরেক প্রধানের জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি? এর উত্তর কিন্তু সময়ই দেবে।
For all the latest Sports News Click Here