‘১নম্বর ব্যাটার হতে কঠোর পরিশ্রম দরকার’, কার্তিকের প্রশংসা শুনেও বাস্তববাদী বাবর
কয়েক দিন আগে বাবর আজম সম্পর্কে অভিজ্ঞ ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিক একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তান অধিনায়ক তিনটি ফর্ম্যাটেই এক নম্বর ব্যাটার হতে পারেন। কার্তিক, যিনি সম্প্রতি আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে একটি দুর্দান্ত মরশুমের পরে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।
কার্তিক বলেছিলেন, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ হল ‘ফ্যাব ফোর’। এ বার ‘ফ্যাব ফাইভ’-এ নাম লেখাবেন বিরাট কোহলি। এবং ভবিষ্যতে পাকিস্তান অধিনায়ক যদি একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে তিনি বিশ্বের সেরা হবেন।
আইসিসি রিভিউ-তে দীনেশ কার্তিক বলেছেন, ‘একশো শতাংশ (বাবর এটি অর্জন করতে সক্ষম)। ও একজন উচ্চ মানের খেলোয়াড়। ও ব্যাটিং দক্ষতার শীর্ষে রয়েছে এবং সামনে কিছু টেস্ট ম্যাচ রয়েছে। খেলার তিনটি ফরম্যাটেই ও অসাধারণ এবং বিভিন্ন ব্যাটিং পজিশনেও ও ভালো পারফরম্যান্স করে থাকে। আমি ওকে শুভকামনা জানাই। ওর দক্ষতা রয়েছে।’
আরও পড়ুন: হুহু করে বাড়ছে তাপমাত্রা, জ্বলছে মুলতান, তোয়াক্কা না করেই প্রস্তুতি বাবর আজমদের
লাহোরে এক সাংবাদিক সম্মেলনে দীনেশ কার্তিকের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে, জবাবে বাবর বলেন, ‘অবশ্যই, একজন খেলোয়াড় হিসেবে সমস্ত ফরম্যাটে এক নম্বর হওয়া স্বপ্ন সকলের থাকে। এবং এর জন্য আপনাকে মনোযোগ দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। সহজেই ১ বা ২ ফরম্যাটের শীর্ষে পৌঁছানো যায় না। আপনি যদি তিনটিতেই নম্বর ১ হতে চান তবে আপনাকে নিজেকে ফিট থাকতে হবে এবং ট্র্যাকে এগোতে হবে। টানা ক্রিকেট চলেছে। এবং ব্যবধান সামান্য। এর জন্য অতিরিক্ত ফিট হতে হবে। এটা এমন কিছু, যার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সাদা বলে পারফরম্যান্স করতে পারছি এবং আশা করি টেস্টেও ভালো করতে পারব।’
বাবর বর্তমানে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮৯১ এবং ৮১৮ পয়েন্ট নিয়ে এক নম্বর র্যাঙ্কিং ব্যাটার। দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি (ওডিআই)। যদিও টেস্টে, বাবর মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটের পরে পঞ্চম স্থানে রয়েছেন।
For all the latest Sports News Click Here