ফুটবল প্রেমীদের জন্য সুখবর, অক্টোবরেই কলকাতায় ম্যাচ খেলতে আসছে চেলসি
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব চেলসি। প্রিমিয়র লিগ খেতাব জেতার পাশাপাশি গত মরশুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল ইংল্যান্ডের প্রসিদ্ধ দলটি। এবার তারা আসছে ভারতে।
এ বছর অক্টোবরেই কলকাতা, ভুবনেশ্বর ও জামশেদপুরে চারটি ম্যাচ খেলবে পশ্চিম লন্ডনের বিখ্যাত ক্লাবটি। এই চার ম্যাচের মধ্যে তাদের প্রতিপক্ষদের তিন দলই প্রিমিয়র লিগে খেলে। মঙ্গলবারই (৩১ মে) ভারতে আসার কথা চেলসির তরফে তাদের ফেসবুক পেজে জানানো হয়। এই সফরে চেলসির খেলার কথা সাউদাম্পটন, পশ্চিম লন্ডনের আরেক দল ব্রেন্টফোর্ড এবং নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে। এছাড়াও তারা সদ্য প্রিমিয়র লিগ থেকে অবনমিত হওয়া নরউইচ সিটির বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে।
আরও পড়ুন:- ১৯ বছরের আব্রামোভিচ মালিকানার অবসান, চেলসি বিক্রির সবুজ সংকেত দিল যুক্তরাজ্য সরকার
আরও পড়ুন:- সন্দেহের কোনও অবকাশ নেই, নিজের পছন্দের ব্যালন ডি’অর জয়ীর নাম জানিয়ে দিলেন মেসি
চারটি ম্যাচের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সাউদাম্পটনের বিরুদ্ধে ২ অক্টোবর সন্ধ্যা ৭.৩০টা ও ১৬ অক্টোবর ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে রাত ১০টা থেকে কলকাতায় ম্য়াচ। এরপর ২৩ অক্টোবর ভুবনেশ্বরে বিকেল ৫টায় নরউইচের বিরুদ্ধে নামবে ব্লুজরা। জামশেদপুর ৩০ অক্টোবর রাত ৭.৩০টা থেকে নিউক্যাসল বিরুদ্ধে থমাস টুচেলের দলের শেষ ম্যাচ। এ বছর নভেম্বরে, মরশুমের মাঝে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই লিগ মরশুমে ছেদ পরবে। সম্ভবত সেই সময়েই কলকাতাসহ ভারতে ম্যাচগুলি খেলতে আসবে চেলসি।
For all the latest Sports News Click Here