Video: ছবির প্রচারে বেরিয়ে ভুললেন ডায়েট! গপ করে মুখে ফুচকা পুরলেন প্রসেনজিৎ
আসন্ন সিনেমা ‘আয় খুকু আয়’-এর প্রচারে ব্যস্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। পরিচালক শৌভিক কুণ্ডুর ছবিতে প্রসেনজিৎ-এর মেয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাবা-মেয়ের জুটি শহর জুড়ে ঘুরে ঘুরে ছবির প্রোমোশন করছেন। এরই মাঝে ডায়েট ভুলে কজ্বি ডুবিয়ে খাওয়া-দাওয়া চলছে।
টলিউডের অন্যতম ফিট অভিনেতা হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিদিন কড়া ডায়েট মেনে চলেন তিনি। কিন্তু ছবির প্রোমোশনে একটু চিট ডায়েট না হলে চলে? ক্যালোরির কথা মাথা থেকে উড়িয়ে মন ভরে ফুচকা খেতে দেখা গেল অভিনেতাকে। দিতিপ্রিয়ার সঙ্গে শপিং করা, ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি চাপলেন, নন্দন চত্বরে ঘুরে বেড়ালেন, রেস্তোরাঁয় মন ভরে খাবার খেলেন তিনি। নেটমাধ্যমে অভিনেতার সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল।
অভিনেতা যে খাদ্যরসিক তা বলা চলে। প্রসেনজিতের ফুচকা খাওয়ার ভিডিয়ো দেখে হতবাক তাঁর ভক্তরাও। আসলে এই সবই তাঁর আসন্ন ছবি ‘আয় খুকু আয়’-এর প্রচারে। দিন কয়েক আগেও ডায়েট ভুলে ডেজার্টে মজে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। আরও পড়ুন: শহরে ‘আয় খুকু আয়’ আবহ, প্রসেনজিতকে ‘রগড়ে দেব’ বললেন সোহিনী! প্রকাশ্যে ট্রেলার
‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিৎ গ্রামের লোকাল ট্রেনের হকার ‘নির্মল মণ্ডল’। এক গ্রাম্য বাবা-মেয়ের গল্প শোনাবে এই ছবি। অভাবের সংসার দুজনের, একা-বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করে একা হাতে বড় করে তুলছে। বাবা-মেয়ের ভালোবাসা, অভিমান, আদর, শাসন, একা বাবার লড়াই, একই সঙ্গে উঠে আসবে রাজনীতিও। ছবিতে নেগেটিভ চরিত্রে নজর কেড়েছেন সোহিনী সেনগুপ্ত। ছবিতে খুকুর মায়ের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। প্রযোজনায় জিৎ। আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here