IPL 2022: এত মাঠে খেলা হয়েছে, তবে ইডেনই সবার সেরা, কারণ জানালেন BCCI সভাপতি সৌরভ
মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল এবং পুণের এমসিএ স্টেডিয়াম, মহারাষ্ট্রের মোট ৪টি মাঠে খেলা হয়েছে আইপিএলের ৭০টি লিগ ম্যাচ। পরে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২২-এর দু’টি প্লে-অফ ম্যাচ। এখনও পর্যন্ত চলতি আইপিএলের সব ম্যাচই আয়োজিত হয়েছে নির্বিঘ্নে। ইডেনেই যা এলিমিনেটর ঘিরে বৃষ্টির ভ্রুকূটি ছিল।
কলকাতার মতো সমর্থরকা স্টেডিয়ামে গিয়ে গলা ফাটিয়েছেন মুম্বইয়েও। তা সত্ত্বেও চলতি আইপিএলের সেরা ম্যাচ কেন্দ্রের তকমা পেয়ে গেল ইডেন গার্ডেন্স। এমন স্বীকৃতি দিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:- Women’s T20 Challenge: হেরেও ফাইনালে দীপ্তিরা, রেকর্ড রান তুলে ম্যাচ জিতেও বিদায় নিতে হল মন্ধনাদের
নিজের ঘরের মাঠ বলেই নয়, বরং বিসিসিআই সভাপতি সোশ্যাল মিডিয়ায় ইডেনকে সেরা বলার পিছনে ধরে ধরে কারণ জানালেন। শুক্রবার সৌরভ টুইট করে দরাজ সার্টিফিকেট দেন ইডেনকে।
সৌরভ ইডেনের ভিতরের ও বাইরের দু’টি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘সেরা ম্যাচ কেন্দ্র। ২দিনে ৮০০ রান। শেষ ওভারের আগে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। কার্পেটের মতো আউটফিল্ড। বিকালে ঝড়-বৃষ্টি সত্ত্বেও যথা সময়ে ম্যাচ শুরু। দুর্দান্ত পিচের নমুনা, ছবির মতো স্টেডিয়াম। প্রতিটি দর্শকাসন ভরতি। এর থেকে ভালো প্লে-অফের কেন্দ্র আর হতে পারে না।’
আরও পড়ুন:- IPL 2022 Qualifier 2: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে রাজস্থান ও ব্যাঙ্গালোরের প্লাস ও মাইনাস পয়েন্টে চোখ রাখুন
উল্লেখ্য, ইডেনের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠে গুজরাট টাইটানস। পরে এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট হাতে পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু’টি ম্যাচই হয় হাই-স্কোরিং।
For all the latest Sports News Click Here