আরিয়ানই বলেছিলেন জাহাজে মাদক ‘না’ আনতে, এনসিবিকে জানিয়েছেন আরবাজ মার্চেন্ট
প্রমোদতরীতে মাদক মামলায় শুক্রবারই খালাস পেয়েছেন আরিয়ান খান। তবে শাহরুখ-পুত্রের ঘনিষ্ঠ বন্ধু, এই মামলার অভিযুক্ত আরবাজ মার্চেন্টের উপর এখনও রয়েছে খাঁড়া। ক্রুজে চল্লাশি চালানোর সময় আরবাজের কাছ থেকে মাদক পাওয়া যায়। সেই সময় এনসিবি দাবি জানিয়েছিলেন, পার্টিতে আরবাজ মাদক এনেছিলেন আরিয়ানের জন্য। তবে, এখন জানা যাচ্ছে আরবাজ নিজেই নাকি জানিয়েছেন এনসিবি-কে, মাদক আনতে ‘না করেছিল’ আরিয়ান।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় কুমার সিং পিটিআইকে জানিয়েছেন, আরবাজ যে পার্টিতে আরিয়ানের জন্য মাদক এনেছিল সে তথ্য ‘ভুল’। তাঁর কথায়, ‘ও (আরবাজ মার্চেন্ট) নিজেই জানিয়েছে পার্টিতে আরিয়ানের জন্য মাদক নিয়ে যায়নি। এমনকী, ও তো সিটকে জানিয়েছে আরিয়ান বলেছিল ক্রুজে যেন কোনও মাদক আনা না হয়। কারণ এনসিবি খুব সজাগ।’
প্রসঙ্গত, এই মাদক মামলার মূল অভিযুক্ত ছিলেন আরিয়ান খান। কিন্তু শুক্রবার তাঁকে মামলার আট মাসের মাথায় বেকসুর ঘোষণা করে দেয় এনসিবি শুক্রবার। কারণ, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। আরও পড়ুন: আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় এখনও পর্যন্ত কী কী হয়েছে, দেখে নিন টাইমলাইন
পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করে এনসিবি। এক, হোয়াটসঅ্যাপ চ্যাট যা দাখিল করেছিল এনসিবি, তাঁর সঙ্গে আরিয়ানের মাদক মামলার কোনও সম্পর্ক নেই। দুই, ক্রোডেলিয়ার তলা্লাশির কোনও ভিডিও ফুটেজ নেই, সঙ্গে প্রভাকর সেইলকে খালি কাগজে সই করানো।
প্রসঙ্গত, আরিয়ান বেকসুর খালাস পেয়ে গেলেও, আরবাজ মার্চেন্টের নাম রয়েছে সেই ১৪ অভিযুক্তের মধ্যে যাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনসিবি।
For all the latest entertainment News Click Here