IPL 2022: ১০ কোটির উপর পেয়ে কেমন করলেন প্লেয়াররা, দেখুন রিপোর্টকার্ড
চলতি আইপিএল দশ দলে হয়েছে। যে কারণে মেগা নিলামের সময়েও চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। চড়চড় করে দাম বেড়েছে তারকা প্লেয়ারদের। এমন কী নিলামের আগেও যে সমস্ত প্লেয়ারদের ১০ কোটি বা তার বেশি টাকায় একাধিক প্লেয়ারকে নেওয়া হয়েছে দলে। তার মধ্যে কিছু প্লেয়ার সাফল্য পেলে, সকলে কিন্তু পায়নি। দেখুন সেই রিপোর্টকার্ডের তালিকা:
কেএল রাহুল (লখনউ সুপার জায়ান্টস ১৭ কোটি টাকায় নিলামের আগেই দলে নিয়েছিল): ম্যাচ- ১৪, রান- ৫৩৭, সর্বোচ্চ- অপরাজিত ১০৩, ৫০-৩টি, ১০০- ২টি, স্ট্রাইকরেট- ১৩৫.২৬
হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটানস ১৫ কোটি টাকায় নিলামের আগেই দলে নিয়েছিল): ম্যাচ-১৩, রান- ৪১৩, সর্বোচ্চ- অপরাজিত ৮৭, ৫০- ৪টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১৩১.৫২
ইশান কিষাণ (মুম্বই ইন্ডিয়ান্স নিলামে ১৫.২৫ কোটিতে কেনে): ম্যাচ- ১৪, রান- ৪১৮, সর্বোচ্চ- অপরাজিত ৮১, ৫০-৩টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১২০.১১
শ্রেয়স আইয়ার (কলকাতা নাইট রাইডার্স নিলামে ১২.২৫ কোটিতে কেনে): ম্যাচ- ১৪, রান- ৪০১, সর্বোচ্চ- ৮৫, ৫০-৩টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১৩৪.৫৬
মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস ১২ কোটিতে রিটেন করেছিল): ম্যাচ- ১৪, রান- ২৩২, সর্বোচ্চ- অপরাজিত ৫০, ৫০-১টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১২৩.৪০
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫ কোটিতে রিটেন করেছিল): ম্যাচ- ১৪, রান- ৩০৯, সর্বোচ্চ- ৭৩, ৫০- ২টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১১৭.৯৪
হার্ষাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিলামে ১০.৭৫ কোটিতে কেনে): ম্যাচ- ১৩, উইকেট- ১৮, সেরা- ৪/৩৪, ইকোনমিরেট- ৭.৬৮
নিকোলাস পুরান (সানরাইজার্স হায়দরাবাদ নিলামে ১০.৭৫ কোটিতে কেনে): ম্যাচ- ১৪, রান- ৩০৬, সর্বোচ্চ- ৬৪, ৫০- ২টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১৪৪.৩৩
শার্দুল ঠাকুর (দিল্লি ক্যাপিটালস নিলামে ১০.৭৫ কোটিতে কেনে): ম্যাচ-১৪, উইকেট- ১৫, সেরা- ৪/৩৪, ইকোনমিরেট: ৯.৭৮
ওয়ানিন্দু হাসরাঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিলামে ১০.৭৫ কোটিতে কিনেছিল): ম্যাচ- ১৪, উইকেট-২৪, সেরা- ৫/১৮, ইকোনমিরেট- ৭.৩৮
প্রসিধ কৃষ্ণ (রাজস্থানে রয়্যালস নিলামে ১০ কোটিতে কেনা): ম্যাচ-১৪, উইকেট- ১৫, সেরা- ৩/২২, ইকোনমিরেট- ৮.১৬
লকি ফার্গুসন (গুজরাট টাইটানস নিলামে ১০ কোটিতে কিনেছিল): ম্যাচ- ১২, উইকেট-১২, সেরা- ৪/২৮, ইকোনমিরেট- ৯.০৬
আবেশ খান (লখনউ সুপার জায়ান্টস নিলামে ১০ কোটিতে কিনেছিল): ম্যাচ- ১২, উইকেট- ১৭, সেরা- ৪/২৪, ইকোনমিরেট- ৮.৫১
লিয়াম লিভিংস্টোন: (পঞ্জাব কিংসের নিলামে ১১.৫ কোটিতে কিনেছিল): ম্যাচ- ১৪, রান- ৪৩৭, সর্বোচ্চ- ৭০, ৫০- ৪টি, ১০০- করেননি, স্ট্রাইকরেট- ১৮২.০৮
দীপক চাহার (চেন্নাই সুপার কিংস নিলামে ১৪ কোটিতে কেনে)- চোটের জন্য একটি ম্যাচও খেলেননি
For all the latest Sports News Click Here