KKR-এ আইয়ার ও ম্যাকালামের সম্পর্কে চিড় ধরেছে, কাইফের দাবি ঘিরে বিতর্ক
সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে একাদশে পাঁচটি পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স। একই সাথে, এই দলটি টুর্নামেন্টেই খেলোয়াড়দের পরীক্ষা করার রেকর্ডও করেছে। আসলে কেকেআর এখনও তার সঠিক সংমিশ্রণ খুঁজে পায়নি। চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ ও ক্যাপ্টেনের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
মহম্মদ কাইফ বলেন যে বাইরে থেকে দেখলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ ব্রেন্ডন ম্যাকালামের সম্পর্ক ঠিক মনে হচ্ছে না। কারণ তাদের সমীকরণ বা সমন্বয় সঠিক বলে মনে হচ্ছে না। একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় প্রাক্তন এই ব্যাটসম্যান বলেছেন, ‘কেকেআর-এ যে খেলোয়াড় ছিল না তা নয়। তার খেলোয়াড় ছিল, কিন্তু তাদের ঠিকঠাক খেলানো হয়নি। টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত একাদশে অনেক পরিবর্তন করেছে। এই পরিবর্তনগুলিই দলে অনেক চাপ তৈরি করেছিল।’
ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে কাইফ বলেন,‘আমার একটি ম্যাচ মনে আছে, যেটি ছিল রাজস্থানের বিরুদ্ধে এবং চাহাল তাতে হ্যাটট্রিক করেছিলেন। আইয়ার যখন আউট হলেন, ডাগআউটের দিকে এলেন, তিনি কিছুক্ষণ থামলেন এবং ম্যাকালামের সঙ্গে কথা বললেন।’ কাইফ বলেন,‘এটি স্পষ্ট যে আইয়ার কিছুতে খুশি ছিলেন না। হতে পারে প্যাট কামিন্সের ব্যাটিং অর্ডার।এটা ছিল কেকেআরের পরাজয়ের প্রাথমিক পর্ব। এতে বোঝা যায় অধিনায়ক ও কোচের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই।’ কাইফ বলেছেন,‘আইয়ারের মতো শান্ত প্রকৃতির খেলোয়াড় যদি প্রশ্ন করা শুরু করে,তবে এটি একটি বড় ব্যাপার। এটি দলের পরিবেশকে নষ্ট করে।’
For all the latest Sports News Click Here