আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে বদলাচ্ছে ম্যাচ, ওয়াইড-নো বলেও রিভিউয়ের ডাক ভেত্তোরির
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শেষ ওভারে এক উঁচু ফুলটসকে নো বল না দেওয়ায় দিল্লি শিবিরের ক্ষোভের কথা সকলেরই মনে আছে। ক্ষুব্ধ দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের দল তুলে নেওয়ার ডাক থেকে সহকারী কোচ প্রবীণ আমরের মাঠে ছুটে গিয়ে আম্পায়ারদের বিরোধ করা, ম্যাচের শেষে বিশৃঙ্খলতার ছবি ধরা পড়ে।
এই পরিপ্রেক্ষিতেই প্রাক্তন নিউজিল্যান্ড তারকা এমন বিতর্কিত ওয়াইড বা নো বলের ক্ষেত্রে খেলোয়াড়রা যাতে রিভিউ নিতে পারেন, তার সুযোগ করে দেওয়ার ডাক দিয়েছেন। ESPNCricinfo-র আলোচনাসভায় ভেত্তোরি বলেন, ‘আমার মনে হয় সবরকম ওয়াইড এবং উচ্চতার কারণে ডাকা নো বলের বিরুদ্ধে খেলোয়াড়দের রিভিউ নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আমরা প্রায়শই দেখছি যে আম্পায়াররা এমন সব সিদ্ধান্তে ভুল করছেন। আমার মতে খেলোয়াড়রা এই বিষয়টা বেশি ভাল বোঝে।’
নিজের মতামত বুঝিয়ে বলার জন্য তিনি আরও বলেন, ‘ইনিংসের শেষের দিকে বিশেষ করে অর্শদীপের মতো বাঁ-হাতিরা বল করার সময় বলের কোণের জন্য তা কিপারের কাছে অনেকটা বাইরে পৌঁছয়। কিন্তু বেশিরভাগ সময়ই ব্যাটারের সামনে তা ওয়াইড লাইনের ভিতরেই থাকে। কিপাররা কোথায় বল ধরছে, তা দেখে আম্পায়াররা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের উপর এর প্রভাব পড়তে বাধ্য। কারণ এইসব বলের বিরুদ্ধে বেশিরভাগই ব্যাটাররা রান করতে পারেন না। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ম্যাচের এমন জায়গায় প্রভাব ফেলছে, যেখানে সেটা কাম্য নয়।’ দাবি ভেত্তোরির।
For all the latest Sports News Click Here