IPL 2022: ব্র্যাভোর রান গলানো নিয়ে নির্মম রসিকতা ধোনির, হাসছেন সকলে
এ বার আইপিএলে অত্যন্ত খারাপ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেই হেরেছে তারা। জিতেছে মাত্র ২টি। প্লে-অফ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তবু দলের খারাপ সময়ে প্লেয়ারদের মধ্যে বন্ডিং বেশ ভাল। সঙ্গে দলের অন্দরের পরিবেশটাও বেশ ফুরফুরে।
দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসের কোর গ্রুপটা একই রয়েছে এবং এর ফলে বোঝাপড়ার নিজেদের মধ্যে ভাল রয়েছে মহেন্দ্র সিং ধোনি- রবীন্দ্র জাডেজা- ডোয়েন ব্র্যাভোর মতো তারকাদের। সেই ছবিই ফের দেখা গেল।
সম্প্রতি দলের সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে একটি মজার ইভেন্টে অংশ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড় এবং ডোয়েন ব্র্যাভো। সেখানে ম্যাচের মধ্যে তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে কী বোঝাতে চাইছেন সেটা বলতে হবে। সেখানে ব্র্যাভোর একটি ছবিতে ধোনি মজা করে বলেন, ‘এখানে ব্র্যাভো বলছে , আমার মাথা কাজ করছে না, যেটা অর্ধক সময়েই হয়ে থাকে।’
কলকাতা-দিল্লির ম্যাচ ফলাফল জানতে ক্লিক করুন এখানে:
এর সঙ্গেই অবশ্য ধোনি জানিয়ে দেন, তিনি শেষ ১০-১২ বছরে ব্র্যাভোকে বলেননি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কী রকম বোলিং করতে হবে। ধোনির কথায়, ‘ওকে আমি বলি, তুমি যা খুশি বল করতে পারো কিন্তু শুধু এই ভিন্নতা বাদ দিয়ে।’
নিজের একটি ছবি নিয়ে ব্র্যাভোকে কটাক্ষ করেছেন ধোনি। সেই ছবির ক্যাপশন করতে গিয়ে ধোনি বলেন আমি নিজেকে হয়তো বোলিং-এ নিয়ে আসার কথা ভাবছিলাম। কটাক্ষের সুরে ধোনি দাবি করেন, ‘এটা হল সেই সময়ে, যখন ব্র্যাভো মার খাচ্ছে। তখন আমি ভাবছিলাম ওকে গ্লাভস দিয়ে আমি বোলিং করি। কারণ ওর থেকে খারাপ বোলিং আমি অন্তত করি না।’ যদিও কথাটা মজা করে বলা, কিন্তু এ ভাবেই ঠুকে দিয়েছেন মাহি।
For all the latest Sports News Click Here