‘অর্ধ-নগ্ন’ সাজকে ট্রাইবাল পোশাক বলে আইনি গেরোয় রাখি! বললেন, ‘মেয়েকে ক্ষমা করো’
বিতর্ক ছেড়ে কখনও বেরিয়ে আসতে পারেন না রাখি সাওয়ান্ত। এবার আইনি চিঠি গেল রাখির কাছে। ট্রাইবাল সম্প্রদায়কে ‘উপহাস’ করার অভিযোগ উঠেছে তার উপরে।
বিগত কয়েকদিন ধরেই ‘উদ্ভট’ সাজে ইনস্টাগ্রামে এসেছেন রাখি। রিলস বানিয়ে সকলকে অবাকও করে দিয়েছেন। ব্যাপারটা মজার ছলে অনেকে নিলেও রাখিকে আইনি নোটিস পাঠানো হল ট্রাইবাল সম্প্রদায়ও তাঁদের পোশাক নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করার জন্য।
Central Sarna Committee of Jharkhand প্রেসিডেন্ট অজয় টিরকে এই এফআইআর করেছেন রাখির নামে। ‘ট্রাইবালদের মনে কষ্ট’ দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। টিরকের দাবি অর্ধ-নগ্ন পোশাক পরেছেন রাখি, যা অপমান করে ট্রাইবাল মহিলাদের ও গোটা সম্প্রদায়ের সম্মানহানি করে।
যদিও ভিডি্য়োটি এখন সরিয়ে দিয়েছেন রাখি, কিন্তু তাঁকে সেখানে বলতে শোনা গিয়েছিল, ‘তোমরা কি আমরা নতুন লুক দেখছ… এটা একটা ট্রাইবাল লুক।’ আরও পড়ুন: গপগপিয়ে বিরিয়ানি খাচ্ছেন করিনা, মজার কমেন্ট করে সবার চোখ টানলেন রাখি সাওয়ান্ত
টিরকে এই ব্যাপারে জানিয়েছেন, সম্প্রদায়ের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং তা হয়তো মারাত্মক হতে পারে যদি না রাখি প্রকাশ্যে ক্ষমা চান। সঙ্গে Scheduled Caste and Scheduled Tribes Act 1989 অনুসারে যাতে রাখির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন টিরকে।
তবে ক্ষমা চাইতে সময় নেননি রাখি। বরং জানিয়েছেন না জেনেই এই ভুল তিনি করেছেন। জানিয়েছেন আফ্রিকার আদিবাসীদের নিয়ে একটা ভিডিয়ো তাঁর আসছে, আর সেটার লুককেই ট্রাইবাল বলে ফেলেছিলেন তিনি, কারণ তাঁর কাছে তখন হিন্দি শব্দ ছিল না। কারও মনে কষ্ট দেওয়ার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। ট্রাইবাল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ক্ষমা চাইছি। তোমাদের এই মেয়েকে ক্ষমা করে দাও।’
For all the latest entertainment News Click Here