হ্যাক হয়েছে ইনস্টাগ্রাম, ৭৫ হাজার টাকায় অ্যাকাউন্ট বিক্রির চেষ্টা! সরব রুদ্রনীল
হ্যাক হয়ে গিয়েছে রুদ্রনীল ঘোষের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।এমনটাই সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অভিনেতা স্বয়ং। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ এই বিজেপি নেতা তথা অভিনেতা। তারউপর গত কয়েক সপ্তাহ ধরে প্যারোডি কবিতার মাধ্যমে লাগাতার অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রুদ্রনীল। স্বভাবতই সাম্প্রতিক সময়ে চর্চায় থেকেছেন এই টলি-অভিনেতা। এবার হ্যাকারদের পাল্লায় পড়লেন রুদ্রনীল।
নিজের ব্লু টিক দেওয়া ফেসবুক পেজ থেকে বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার কথা জানান রুদ্রনীল। সঙ্গে বেশকিছু স্ক্রিন শট শেয়ার করেন। ফ্যানেদের সতর্ক করে তিনি লেখেন, ‘আজ দুপুরে আমার ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম,ছবিও পেলাম যে ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট হ্যাকার ৭৫,০০০ টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না।’
হ্যাঁ, রুদ্রনীলের অভিযোগ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলটি নাকি ৭৫ হাজার টাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছে হ্যাকার। তিনি আরও লেখেন, ‘আজ দুপুর ৩ টের পর আমার একাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না।ইন্সটাগ্রাম আমার একাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব’।
রুদ্রনীলের ইনস্টাগ্রাম পেজে বর্তমানে চোখ রাখলে দেখাচ্ছে রুদ্রনীল ঘোষের বদলে নাম দেখাচ্ছে নঈম খান। এর বাইরে তাঁর পেজে আর কোনও পরিবর্তন নেই। বরং রুদ্রনীলের পুরোনো সব পোস্ট বহাল তবিয়তে রয়েছে। যদিও রুদ্রনীল স্পষ্ট জানিয়েছেন পেজের শেষ দুটি পোস্ট তিনি করেননি। অর্থাত্ স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক এবং আবিরের সঙ্গে সেলফি তিনি পোস্ট করেননি।
রুদ্রনীলের এই ফেসবুক পোস্ট রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মশকরাও করছেন রুদ্রনীলের পোস্ট নিয়ে। কটাক্ষের সুরে কারুর বক্তব্য, ‘এটা নিয়ে একটা সিবিআই তদন্ত দাবি করুন’। কেউ লিখেছেন, ‘এত অনুমাধব, বেণীমাধব করে শেষে কিনা দর উঠল ৭৫ হাজার!’ তবে শুধু কদর্য মন্তব্যই নয়, বহু অনুরাগী রুদ্রনীলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন এবং ফেসবুক-সহ বাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সুরক্ষিত করবার উপায়ও বাতলেছেন কেউ কেউ।
For all the latest entertainment News Click Here