আমি তো প্রথম শতরান করেছি! এরপর কবে হবে? KKR-র ব্যাটিং কোচকে ‘ট্রোল’ ম্যাককালামের
প্রথম ম্যাচেই শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তারপর থেকে আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোনও খেলোয়াড় শতরান করতে পারেননি। আইপিএলের ১৫ তম বর্ষপূর্তিতে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে নাইটদের ব্যাটিং কোচ তথা মেন্টর ডেভিড হাসিকে ‘স্লেজ’ করলেন হেড কোচ ম্যাককালাম।
আইপিএলের ১৫ তম বর্ষপূর্তি নিয়ে বিশেষ অনুষ্ঠানে ছিলেন ম্যাককালাম এবং হাসি। যাঁরা ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের জার্সি পরে নেমেছিলেন। হাসি বেশি কিছু করার সুযোগ পাননি। কারণ প্রায় সবটাই করে দিয়েছিলেন ম্যাককালাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যা আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। ম্যাককালামের সৌজন্যেই ১৪০ রানে জিতেছিল কেকেআর।
আরও পড়ুন: RR vs KKR: চার ম্যাচে ৪ হার! IPL-র ইতিহাসে অভিশপ্ত মাঠেই হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে KKR
সেই ইনিংস নিয়েই ম্যাককালামকে প্রশ্ন করেন নাইটদের ব্যাটিং কোচ তথা মেন্টর হাসি। ম্যাককালামকে উদ্দেশ্য করে হাসি বলেন, ‘তোমার ইনিংসের বিষয়টা বল। সেটাই আইপিএলের ইতিহাসে কেকেআরে কোনও খেলোয়াড়ের একমাত্র শতরান। তাও আইপিএলের প্রথম ইনিংসে এসেছিল। সেই ঘটনার স্মৃতি একটু বল।’
সেই প্রশ্ন শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাকে ‘স্লেজ’ করেন ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ নিউজিল্যান্ডের ম্যাককালাম। হেসে হেসেই ম্যাককালাম বলেন, ‘দ্বিতীয় (শতরান) নিয়ে তোমায় কাজ করতে হবে। কারণ তুমি কেকেআরের ব্যাটিং কোচ। আশা করছি, চলতি মরশুমে তোমার হাত দ্রুত ধরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতরান দেখতে পারব।’
(আইপিএল সংক্রান্ত যবতীয় আপডেট দেখুন এখানে)
For all the latest Sports News Click Here