শিষ্যের কাছে হারও যে তৃপ্তি দেয় গুরুকে, ত্রিপাঠীর প্রতি আচরণেই বোঝালেন ম্যাকালাম
কেকেআরের হয়ে মাঠে নামার যতটুকু সুযোগ পেয়েছেন, দলকে ব্যাট হাতে নির্ভরতা দিয়েছেন তিনি। তা সত্ত্বেও কলকাতা এবছর নিলামের আগে ধরে রাখেনি রাহুল ত্রিপাঠীকে। তাঁকে মেগা নিলাম থেকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআরের হয়ে অথবা বিপক্ষে, রাহুল ত্রিপাঠী একই রকম ধারাবাহিক। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে হায়দরাবাদকে ম্যাচ জেতান তিনি। ম্যাচের আগে ও পরে, নাইট রাইডার্সের পুরনো বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দিতে দেখা যায় ত্রিপাঠীকে। কখনও রিঙ্কু সিংদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করা তো কখনও আবার আন্দ্রে রাসেলের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:- IPL 2022: ‘খুব স্পেশাল ছিল KKR’, নাইটদের হারিয়ে একগাল হাসির মধ্যে আবেগপ্রবণ রাহুল ত্রিপাঠী
তবে ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যায় ত্রিপাঠীর সঙ্গে নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের আচরণ। ম্যাচের শেষে পুরনো শিষ্যকে গুরু ম্যাকালাম পরম স্নেহে কাছে টেনে নেন। যদিও আলিঙ্গন ছাড়াও ত্রিপাঠীর হাত ধরে তাঁর সঙ্গে মস্করা করতেও দেখা যায় ব্রেন্ডনকে।
উল্লেখ্য, শুক্রবার রাহুল ত্রিপাঠীর জন্যই ব্র্যাবোর্ন স্টোডিয়ামে ম্যাচ হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। নীতিশ রানা ৫৪ ও আন্দ্রে রাসেল অপরাজিত ৪৯ রান করেন।
আরও পড়ুন:- SRH vs KKR: ‘ঘরের ছেলেই’ হারিয়ে দিল নাইট রাইডার্সকে, সঙ্গ দিলেন মার্করাম
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রান সংগ্রহ করে নেয়। ত্রিপাঠী ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন।
For all the latest Sports News Click Here