বিয়ের পর রণবীর দুই প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা-দীপিকার দেখানো পথে হাঁটলেন আলিয়া!
আলিয়া এখন মিসেস রণবীর কাপুর। হাতে হাত রেখে, অগ্নি সাক্ষী করে, চার পাক ঘুরে পরস্পরের সঙ্গে আজীবন কাটানোর শপথ নিয়েছেন রণবীর-আলিয়া। বৃহস্পতিবার দিনভর গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিয়ে। ‘ক্যাসিনোভা’ ইমেজ ভেঙে চিরকালের জন্য আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রণবীর। ৩৯ বছর বয়সী অভিনেতা নিজের বাড়ির ব্যালকনিতেই ২৯ বছরের আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন।
চৈত্রের শেষ বিকালের পড়ন্ত রোদকে সাক্ষী রেখে পরস্পররকে চিরকালের মতো বেঁধে রাখলেন ‘রালিয়া’। এর কিছুক্ষণ পর বিয়ের আনুষ্ঠানিক ছবি পোস্ট করে মন ছোঁয়া বার্তা দেন কাপুর পরিবারের পুত্রবধূ। নতুন সম্পর্কে বাঁধনে জড়ানোর পর বদলে গেল আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল। ডিসপ্লে পিকচারে আলিয়া আর একা নন, বর রণবীরকে পাশে নিয়ে দাঁড়িয়ে আলিয়া।
তবে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার বদলালেও নামটি অপরিপর্তিত রাখলেন আলিয়া। রণবীরের অপর দুই প্রাক্তন বান্ধবী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফও বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর পদবি যোগ করেনি। আপতত সেই পথেই হাঁটলেন আলিয়া। আলিয়া ভাট কাপুর নয়, আলিয়া ভাটই রয়ে গেলেন কাপুর খানদানের বউমা।
বলিউডের অনেক নায়িকাই কিন্তু বিয়ের পর নিজের পদবির পাশে স্বামীর পদবি ব্যবহার করেন, যেমন করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়াও বিয়ের পর থেকে জোনাস পদবি ব্যবহার করতেন যদিও মাস কয়েক আগে সেটি মুছে দেন অভিনেত্রী।
একদম ছিমছাম জুটির বিয়ের আয়োজন, অতিথি সংখ্যা মাত্র ২৮। কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হল ‘রালিয়া’র। বিয়ের একাধিক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ছবি শেয়ার করে আলিয়া লেখেন, ‘আজ পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের পছন্দের জায়গাতেই নতুন জীবন শুরু করলাম। গত পাঁচ বছর যে ভালোবাসার ঝুল বারান্দায় আমরা একসঙ্গে সময় কাটিয়েছি….আমরা বিয়ে করলাম (সেখানেই)। অনেক স্মৃতি রয়েছে… আর আগামী দিনে দুজনে একসঙ্গে আরও অনেক স্মৃতি গড়তে চাই… যে স্মৃতিগুলো ভালোবাসা, হাসি, আরামদায়ক নিস্তব্ধতা, মুভি ডেট, মজাদার ঝগড়া, ওয়াইনের গ্লাসের চুমুক আর চাইনিজ খাবারে ভরপর….’।
সব শেষে মিসেস রণবীর কাপুর যোগ করেন, ‘সকলকে ধন্যবাদ এই ভালোবাসার জন্য, আমাদের জীবনকে আলোয় আলোকিত করবার জন্য। সেটাই এই মুহূর্তকে স্পেশ্যাল করে তুলল’।
For all the latest entertainment News Click Here